সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৭:৪৫
সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ। ছবি : বাসস

সাতক্ষীরা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, ওষুধসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা ও ব্যাটেলিয়ন সদর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল তেতুলবাড়ি থেকে ১৫ বোতল ভারতীয় মদ, ঘোনা বিওপি দাঁতভাঙ্গা থেকে ভারতীয় ওষুধ, পদ্মশাখরা বিওপি পদ্মশাখরা মাঠ থেকে ওষুধ জব্দ করে। 

এছাড়া কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কালিয়ানী থেকে ভারতীয় শাড়ি, গাজীপুর বিওপি অলির ঘের থেকে এবং কুশখালী বিওপির আভিযানিক দল শ্মশ্বান থেকে ওষুধ জব্দ করে।

এদিকে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিওপির আভিযানিক দল কাদপুর থেকে ২০ বোতল ভারতীয় মদ, হিজলদী বিওপি শিশুতলা থেকে, ঝাউডাঙ্গা বিওপি হঠাৎগঞ্জ থেকে, কাকডাঙ্গা বিওপি গেড়াখালী ও কেড়াগাছি থেকে ভারতীয় ওষুধ এবং ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল ভবানীপুর থেকে শাড়ি জব্দ করে।
জব্দকৃত মালামালের মোট বাজার মূল্য আনুমানিক ১০ লাখ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। 

বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, চোরাকারবারিরা এসব মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে পাচার করার সময় জব্দ করা হয়। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা রাখা হয়েছে এবং মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে আওয়ামী লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার
জুলাই যোদ্ধাসহ ১ লাখ শিক্ষার্থীকে ডিজিটাল প্রশিক্ষণ দেওয়া হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
ভোলার মেঘনায় ডুবে যাওয়া কাঁচামালবাহী জাহাজ চারদিনেও উদ্ধার হয়নি
শিশুদের কাছে অ্যানার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধের উদ্যোগ নিচ্ছে ব্রিটেন
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সঙ্গে ডিএসসিসির সমঝোতা স্মারক স্বাক্ষর
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের জামিন নামঞ্জুর
কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লিগ কাল শুরু
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪২৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
কিশোরের আত্মহত্যার পর চ্যাটজিপিটিতে আসছে ‘প্যারেন্টাল কন্ট্রোল’
সাতক্ষীরায় পশুপালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ
১০