সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৭:৪৫
সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ। ছবি : বাসস

সাতক্ষীরা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, ওষুধসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা ও ব্যাটেলিয়ন সদর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল তেতুলবাড়ি থেকে ১৫ বোতল ভারতীয় মদ, ঘোনা বিওপি দাঁতভাঙ্গা থেকে ভারতীয় ওষুধ, পদ্মশাখরা বিওপি পদ্মশাখরা মাঠ থেকে ওষুধ জব্দ করে। 

এছাড়া কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কালিয়ানী থেকে ভারতীয় শাড়ি, গাজীপুর বিওপি অলির ঘের থেকে এবং কুশখালী বিওপির আভিযানিক দল শ্মশ্বান থেকে ওষুধ জব্দ করে।

এদিকে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিওপির আভিযানিক দল কাদপুর থেকে ২০ বোতল ভারতীয় মদ, হিজলদী বিওপি শিশুতলা থেকে, ঝাউডাঙ্গা বিওপি হঠাৎগঞ্জ থেকে, কাকডাঙ্গা বিওপি গেড়াখালী ও কেড়াগাছি থেকে ভারতীয় ওষুধ এবং ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল ভবানীপুর থেকে শাড়ি জব্দ করে।
জব্দকৃত মালামালের মোট বাজার মূল্য আনুমানিক ১০ লাখ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। 

বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, চোরাকারবারিরা এসব মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে পাচার করার সময় জব্দ করা হয়। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা রাখা হয়েছে এবং মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
পাঁচটি ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংক
এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাবেদ করিম
স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস
১০