কালাম আজাদ
বগুড়া, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): এক সময় অভাব-অনটনের মধ্যে দিন কাটতো তার। এ সময়গুলো উপহাসের পাত্র হয়ে ছিলেন বগুড়ার ধুনটের যুবক রেজওয়ানুল ইসলাম। কিন্তু উপহাস উপেক্ষা করে এখন তিনি সফল উদ্যোক্তা। প্রতিষ্ঠা করেছেন আধুনিক কৃষি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রকল্প ‘গ্রিন ওয়ান’।
জাতীয় পর্যায়ে প্রথম হয়ে আজ মঙ্গলবার অর্জন করেছেন জাতীয় যুব পুরস্কার। আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীতে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
নিজের সাফল্যের কথা বলতে গিয়ে রেজওয়ানুল ইসলাম বলেন, ‘কৃষক হাসলে এগোবে দেশ, গড়বে সমৃদ্ধ বাংলাদেশ’ এই বিশ্বাস থেকেই আমি কাজ করছি।
এই উদ্যোক্তা জানান, মাত্র ১৬ হাজার টাকা মূলধন নিয়ে ছোট পরিসরে মাছ চাষ শুরু করলেও, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি আধুনিক মৎস্য চাষে সফল হন। বর্তমানে তার প্রতিষ্ঠানটি ধুনট ও শাজাহানপুর উপজেলায় ১০টি কৃষি সেক্টরে কাজ করছে। এর মধ্যে রয়েছে মাছ ও সবজি চাষ, নার্সারি, জৈব সার ও বীজ উৎপাদন, মাশরুম চাষ এবং পশুপালন।
বর্তমানে তার প্রতিষ্ঠানে ৫০ জন নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে। তাদের মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিও আছেন।
রেজওয়ানুল বলেন, আমার স্বপ্ন আগামী পাঁচ বছরে ৫০০ জনের কর্মসংস্থান তৈরি করা এবং দেশের প্রতিটি জেলায় গ্রিন ওয়ানের শাখা স্থাপন করে ৩০ হাজার যুবককে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।
রেজওয়ানুলের মতো বগুড়ায় সম্মাননা পেয়েছেন আরও কয়েকজন সফল উদ্যোক্তা। তাদের মধ্যে অন্যতম হলেন, প্রায় ৪৩ বছর বয়সী কৃষক উদ্যোক্তা আবু সাঈদ। তিনি এক সময় বেসরকারি ক্লিনিকে চাকরি করেন। ২০১৯ সালে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে কৃষি কাজে মনোযোগ দেন। এরপর ১৫ লাখ টাকা বিনিয়োগে তিনি একটি নার্সারি প্রতিষ্ঠা করেন, যার বর্তমান মূলধন প্রায় ১ কোটি টাকা।
সাঈদ মনে করেন, সঠিক লক্ষ্য, পরিশ্রম এবং প্রশিক্ষণই একজন উদ্যোক্তার সাফল্যের মূল চাবিকাঠি।
এছাড়াও, পোশাক তৈরির উদ্যোক্তা সুলতানা আক্তার যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন। জাতীয় যুব দিবস উপলক্ষে তার হাতে ২ লাখ টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়।
তিনি জানান, প্রশিক্ষণ ছাড়া আজকের এই অবস্থানে আসা অসম্ভব ছিল। বর্তমানে তিনি তার ব্যবসার পাশাপাশি অন্যদেরও প্রশিক্ষণ দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবছরে বিভিন্ন পেশায় নতুন নতুন উদ্যোক্তা তৈরি করছে বগুড়ার যুব উন্নয়ন অধিদপ্তর। কেউ গাড়ি চালানো, কেউ পশু পালনে, কেউবা মৎস্য খামারে উদ্বুদ্ধ হচ্ছেন।
এমনি তরুণ উদ্যোক্তাদের একজন হলেন শরিফুল ইসলাম। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। পাশাপাশি, ‘দরজায় হাট’ নামে একটি অনলাইন প্রতিষ্ঠান চালান এবং ই-কমার্স নিয়ে দেশের বাইরে ভালো কিছু করার স্বপ্ন দেখেন।
আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস উপলক্ষে এবার বগুড়ায় ১৭৮ জন প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ২ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণের চেকও বিতরণ করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মো. তোছাদ্দেক হোসেন জানান, বগুড়ার ১২ উপজেলার ৮৯ জন পুরুষ ও ৮৯ জন নারীর মধ্যে এই ঋণের চেক বিতরণ করা হয়েছে। একইসঙ্গে, জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল আত্মকর্মীদের সম্মাননা স্মারক, প্রশিক্ষণের সনদপত্র এবং কিছু যুব সংগঠনকে নিবন্ধন সনদও দেওয়া হয়েছে।
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি দেশের বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতে কাজ করার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমাদের দেশে খুব বেশি কাজ হয়নি। পচনশীল ও অপচনশীল দুই ধরনের বর্জ্য নিয়েই কাজ করা সম্ভব। এতে পরিবেশের সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক ভিতও মজবুত হবে।
এদিকে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি-বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’।
এছাড়াও, দিবসটি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ৩৬টি বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, মাদকবিরোধী কার্যক্রম এবং জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে বিজয় অর্জন করায় বগুড়া জেলার নারী ও পুরুষ দলকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। আর বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা।