খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস থেকে মাদক উদ্ধার, আটক ২

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৮:২০ আপডেট: : ১২ আগস্ট ২০২৫, ১৮:২১

খুলনা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার ডুমুরিয়া উপজেলায় আজ নিষিদ্ধ মাদক ‘আইস’সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া সদরে একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিক্তিতে মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া বাসস্ট্যান্ডে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসে (ঢাকা-মেট্রো-ব-১৫-৩১৬৩) তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভিতর একটি বাক্সে কাগজের বিস্কুটের কার্টনের মধ্যে থেকে দুই কেজি পরিমাণ নিষিদ্ধ মাদক ‘আইস’ উদ্ধার করা হয়। এরমধ্যে দুইটি বড় ও পাঁচটি ছোট প্যাকেট ছিল। অভিযানকালে বাসের চালক-হেলপার দু’জনসহ বাসটি আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বাসিন্দা বাসচালক বিল্লাল শেখ (৪০) ও একই জেলার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা বাসের হেলপার সুকুমার অধিকারী (৩৫)। 

বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, জব্দ হওয়া নিষিদ্ধ মাদক ‘আইস’- এর মূল্য প্রায় দুই কোটি টাকা। মাদক বহনকারী বাসের চালক ও হেলপারকে আটক এবং বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে অধ্যাপক ইউনূস
অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব ১৬ বয়সীদের জন্য নিষিদ্ধ হতে পারে সামাজিক মাধ্যম 
লালমনিরহাটে দুর্গোৎসবের প্রস্তুতি শেষ
জাতিসংঘের জলবায়ু আলোচনায় চীনের গুরুত্ব 
গাজায় ইসরাইলের হামলায় নিহত ১৫
সামাজিক উদ্ভাবন বিষয়ক বৈঠকে প্রধান উপদেষ্টা
জাতিসংঘে সিনিয়র বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক
প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ভুয়া প্রতিবাদ ভিডিও শনাক্ত ফ্যাক্টওয়াচের
১০