খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস থেকে মাদক উদ্ধার, আটক ২

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৮:২০ আপডেট: : ১২ আগস্ট ২০২৫, ১৮:২১

খুলনা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার ডুমুরিয়া উপজেলায় আজ নিষিদ্ধ মাদক ‘আইস’সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া সদরে একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিক্তিতে মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া বাসস্ট্যান্ডে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসে (ঢাকা-মেট্রো-ব-১৫-৩১৬৩) তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভিতর একটি বাক্সে কাগজের বিস্কুটের কার্টনের মধ্যে থেকে দুই কেজি পরিমাণ নিষিদ্ধ মাদক ‘আইস’ উদ্ধার করা হয়। এরমধ্যে দুইটি বড় ও পাঁচটি ছোট প্যাকেট ছিল। অভিযানকালে বাসের চালক-হেলপার দু’জনসহ বাসটি আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বাসিন্দা বাসচালক বিল্লাল শেখ (৪০) ও একই জেলার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা বাসের হেলপার সুকুমার অধিকারী (৩৫)। 

বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, জব্দ হওয়া নিষিদ্ধ মাদক ‘আইস’- এর মূল্য প্রায় দুই কোটি টাকা। মাদক বহনকারী বাসের চালক ও হেলপারকে আটক এবং বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
পাঁচটি ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংক
এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাবেদ করিম
স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস
১০