খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস থেকে মাদক উদ্ধার, আটক ২

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৮:২০ আপডেট: : ১২ আগস্ট ২০২৫, ১৮:২১

খুলনা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার ডুমুরিয়া উপজেলায় আজ নিষিদ্ধ মাদক ‘আইস’সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া সদরে একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিক্তিতে মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া বাসস্ট্যান্ডে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসে (ঢাকা-মেট্রো-ব-১৫-৩১৬৩) তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভিতর একটি বাক্সে কাগজের বিস্কুটের কার্টনের মধ্যে থেকে দুই কেজি পরিমাণ নিষিদ্ধ মাদক ‘আইস’ উদ্ধার করা হয়। এরমধ্যে দুইটি বড় ও পাঁচটি ছোট প্যাকেট ছিল। অভিযানকালে বাসের চালক-হেলপার দু’জনসহ বাসটি আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বাসিন্দা বাসচালক বিল্লাল শেখ (৪০) ও একই জেলার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা বাসের হেলপার সুকুমার অধিকারী (৩৫)। 

বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, জব্দ হওয়া নিষিদ্ধ মাদক ‘আইস’- এর মূল্য প্রায় দুই কোটি টাকা। মাদক বহনকারী বাসের চালক ও হেলপারকে আটক এবং বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে আওয়ামী লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার
জুলাই যোদ্ধাসহ ১ লাখ শিক্ষার্থীকে ডিজিটাল প্রশিক্ষণ দেওয়া হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
ভোলার মেঘনায় ডুবে যাওয়া কাঁচামালবাহী জাহাজ চারদিনেও উদ্ধার হয়নি
শিশুদের কাছে অ্যানার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধের উদ্যোগ নিচ্ছে ব্রিটেন
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সঙ্গে ডিএসসিসির সমঝোতা স্মারক স্বাক্ষর
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের জামিন নামঞ্জুর
কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লিগ কাল শুরু
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪২৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
কিশোরের আত্মহত্যার পর চ্যাটজিপিটিতে আসছে ‘প্যারেন্টাল কন্ট্রোল’
সাতক্ষীরায় পশুপালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ
১০