গাজীপুর, ১২ আগস্ট ২০২৫ (বাসস) : “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় আজ গাজীপুরের শ্রীপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শপথবাক্য পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মাহাবুব আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, যুব মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরীন, বিআরডিবি কর্মকর্তা আরিফা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব আলমসহ বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন যুব সংগঠক, প্রশিক্ষণার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবব আলম বলেন, বেকার যুব শক্তিকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও রাষ্ট্রের জনসম্পদে রূপান্তরে শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কার্যালয় বদ্ধপরিকর।’