আরাফাত রহমান কোকোর জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৮:৫৫
আরাফাত রহমান কোকোর জন্মদিনে দোয়া মাহফিল। ছবি : বাসস

বগুড়া, ১২ আগস্ট ২০২৫ (বাসস): বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর  জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় আর্থিক অনুদান, এতিমদের মধ্যে খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দেশবরেণ্য এ ক্রীড়া সংগঠকের ৫৬তম জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের জিয়াবাড়িতে এসব কর্মসূচি পালন করা হয়। 

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার আয়োজনে উপজেলার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ আর্থিক অনুদান, খাবার বিতরণ ও আলোচনা সভা করা হয়। 

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো: হেলালুজ্জামান তালুকদার লালুর সভাপতিত্বে মরহুম আরাফাত রহমান কোকোর জীবনী নিয়ে আলোচনা সভা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, ড্যাব জেলা কমিটির সাবেক সভাপতি ডা. শাহ মো: শাজাহান আলী, জেলা বিএনপির মানবাধিকার সম্পাদক সাবেক মেয়র সাইফুল ইসলাম, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু। 

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়র মো: রোকন তালুকদার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া
১ ও ২ টাকার কয়েন না নেয়ার চেষ্টা আইনের লঙ্ঘন : বাংলাদেশ ব্যাংক
তিরোধান দিবসে লালন উৎসব ও মেলার  উদ্বোধন  ১৭ অক্টোবর
ঢাবির শোক দিবসে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন
জালিয়াতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের স্টল উদ্বোধন
পুলিশ কর্মকর্তাদের দুদকে বদলির আদেশ বাতিল
জাতীয় প্রেসক্লাব টেবিল টেনিসে সৈয়দ মামুন (একক) ও  আনোয়ার হোসেন-জাফর ইকবাল জুটি (দ্বৈত) চ্যাম্পিয়ন
বিএনপি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন চায়: সালাহউদ্দিন আহমেদ
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা
১০