রাজশাহী, ১২ আগস্ট ২০২৫ (বাসস) : “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্যে রাজশাহী মহানগরীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদ্যাপিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে জেলা প্রশাসন চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল আলম সারকার। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম। আরও উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক এটিএম গোলাম মাহবুব।
আলোচনা সভায় উদ্যোক্তা রিপা খাতুন এবং সংগঠক জাকির হোসেন তাদের নিজ নিজ সাফল্যের কথা জানান।
অনুষ্ঠান শেষে ১৪ জনের হাতে ১২ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক এবং সফল উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
রাজশাহী জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এ আলোচনা সভার আয়োজন করে।