নড়াইল, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ বালতির পানিতে ডুবে ১৫ মাস বয়সী শিশু নাঈমার মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের জঙ্গলগ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু নাঈমা জেলার সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের জঙ্গলগ্রামের বারেক শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বারেক শেখের বাড়ির টিউবওয়েলের নিচে বালতি ভরা পানি ছিল। শিশু নাঈমা খেলার ছলে বালতির মধ্যে পড়ে যায়।পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে শিশু নাঈমাকে উদ্ধার করে। গুরুতর অবস্থায় শিশুটিকে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।