পিরোজপুর, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় আজ বাগান থেকে মাল্টা সংগ্রহ, পরিবহন ও বিপণন এবং মাল্টা সংগ্রহের তারিখ নির্ধারণের চার্ট ক্যালেন্ডার প্রণয়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
এ সময় জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. রেজাউল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ, প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম প্রমুখ-সহ জেলা ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, ফল বিক্রেতা, মাল্টা চাষি, খামারি ও বাগান মালিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, পিরোজপুর মাল্টা চাষের জন্য সুপরিচিত হলেও সঠিক সময়ে ফল সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের অভাবে চাষিরা প্রায়ই ক্ষতির সম্মুখীন হন। খামারিরা মূলত ১৫ সেপ্টেম্বর থেকে ফল সংগ্রহ শুরু করতে চাইলেও চাষিদের অনুরোধে তারা ১ সেপ্টেম্বর থেকে ফল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এরই মধ্যে অন্যান্য জেলা থেকে মাল্টা বাজারে আসায়, স্থানীয় চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না, অনেক চাষি মাল্টা চাষে নিরুৎসাহিত হচ্ছেন ।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাল্টা চাষিদের স্বার্থ সংরক্ষণে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়