বান্দরবানে নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের সহায়তা প্রদান 

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৯:৪১
আজ বান্দরবানে নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের সহায়তা প্রদান। ছবি : বাসস

বান্দরবান, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় আজ নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের আইনগত পরামর্শ ও মানবিক সহায়তা প্রদান করেছে জেলা পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব পরামর্শ ও সহায়তা প্রদান করা হয়। 

এ সময় বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্য ম্য নু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, এডভোকেট মাধবী মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার নারী ও শিশু নির্যাতন মামলার ১২ জন ভিকটিম ও তাদের পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। 

এ সময় পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দেরি না করে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে হবে। প্রতিটি থানায় ভিকটিমদের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছে, যেখানে আইনি পরামর্শ ও অন্যান্য সহায়তা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে মেলায় অবৈধ লটারির টিকিট বিক্রির অভিযোগে ৩ জনের কারাদন্ড
বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরে তাল গাছ রোপণ কর্মসূচি
দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা
শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে জুলাই গণহত্যা : সাবেক আইজিপি 
চুয়াডাঙ্গা বাসটার্মিনাল থেকে মাদক কারবারি আটক 
২৩২টি বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত
দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলাকারী গ্রেফতার
জামালপুর জেলা বিএনপি’র কমিটি ঘোষণা : সভাপতি শামীম, সাধারণ সম্পাদক মামুন
টাঙ্গাইলে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
১০