বান্দরবানে নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের সহায়তা প্রদান 

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৯:৪১
আজ বান্দরবানে নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের সহায়তা প্রদান। ছবি : বাসস

বান্দরবান, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় আজ নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের আইনগত পরামর্শ ও মানবিক সহায়তা প্রদান করেছে জেলা পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব পরামর্শ ও সহায়তা প্রদান করা হয়। 

এ সময় বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্য ম্য নু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, এডভোকেট মাধবী মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার নারী ও শিশু নির্যাতন মামলার ১২ জন ভিকটিম ও তাদের পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। 

এ সময় পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দেরি না করে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে হবে। প্রতিটি থানায় ভিকটিমদের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছে, যেখানে আইনি পরামর্শ ও অন্যান্য সহায়তা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
গত এক বছরে দেশের অর্থনৈতিক পারফরম্যান্স সন্তোষজনক : সালেহউদ্দিন
জবির মার্কেটিং বিভাগে আত্ম-উন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত
আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন প্রেরণ নিয়ে সিইসি সাথে আনফ্রেলের প্রতিনিধিদলের সাক্ষাৎ
১০