বান্দরবানে নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের সহায়তা প্রদান 

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৯:৪১
আজ বান্দরবানে নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের সহায়তা প্রদান। ছবি : বাসস

বান্দরবান, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় আজ নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের আইনগত পরামর্শ ও মানবিক সহায়তা প্রদান করেছে জেলা পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব পরামর্শ ও সহায়তা প্রদান করা হয়। 

এ সময় বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্য ম্য নু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, এডভোকেট মাধবী মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার নারী ও শিশু নির্যাতন মামলার ১২ জন ভিকটিম ও তাদের পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। 

এ সময় পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দেরি না করে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে হবে। প্রতিটি থানায় ভিকটিমদের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছে, যেখানে আইনি পরামর্শ ও অন্যান্য সহায়তা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া
১ ও ২ টাকার কয়েন না নেয়ার চেষ্টা আইনের লঙ্ঘন : বাংলাদেশ ব্যাংক
তিরোধান দিবসে লালন উৎসব ও মেলার  উদ্বোধন  ১৭ অক্টোবর
ঢাবির শোক দিবসে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন
জালিয়াতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের স্টল উদ্বোধন
পুলিশ কর্মকর্তাদের দুদকে বদলির আদেশ বাতিল
জাতীয় প্রেসক্লাব টেবিল টেনিসে সৈয়দ মামুন (একক) ও  আনোয়ার হোসেন-জাফর ইকবাল জুটি (দ্বৈত) চ্যাম্পিয়ন
বিএনপি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন চায়: সালাহউদ্দিন আহমেদ
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা
১০