জুলাই বিপ্লব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অবারিত সুযোগ এনে দিয়েছে : ধর্ম উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২০:৫০
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অবারিত সুযোগ এনে দিয়েছে। 

তিনি বলেন, এই সুযোগের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। কারণ সুযোগ বারবার আসে না। সুযোগ হাতছাড়া হলে অনুশোচনার গ্লানিতে দগ্ধ হতে হয়।

আজ বুধবার বিকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি’র কাউন্সিল হলে ‘গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক, ছাত্র ও আলেম সমাজের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি বাংলাদেশ মাদ্রাসা ছাত্র-শিক্ষক পরিষদ আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের ইতিহাসে আলেমরা বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং জাতীয় ইস্যুতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কখনও তারা প্রত্যক্ষভাবে, আবার কখনও পরোক্ষভাবে সমাজে প্রভাব ফেলেছেন।

তিনি জুলাই বিপ্লবের সময়ে মাদ্রাসা শিক্ষার্থীদের অগ্রভাগের ভূমিকা তুলে ধরে বলেন, তারা কেবল শারীরিকভাবে উপস্থিত ছিলেন না, বরং পরিকল্পনা, নেতৃত্ব ও আত্মত্যাগের মাধ্যমে বিপ্লবকে ত্বরান্বিত করেছেন।

সেমিনারে ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদী সভাপতিত্ব করেন। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. মাওলানা খলিলুর রহমান মাদানী এবং মাওলানা সাখাওয়াত হোসেন রাজী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০