জুলাই বিপ্লব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অবারিত সুযোগ এনে দিয়েছে : ধর্ম উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২০:৫০
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অবারিত সুযোগ এনে দিয়েছে। 

তিনি বলেন, এই সুযোগের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। কারণ সুযোগ বারবার আসে না। সুযোগ হাতছাড়া হলে অনুশোচনার গ্লানিতে দগ্ধ হতে হয়।

আজ বুধবার বিকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি’র কাউন্সিল হলে ‘গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক, ছাত্র ও আলেম সমাজের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি বাংলাদেশ মাদ্রাসা ছাত্র-শিক্ষক পরিষদ আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের ইতিহাসে আলেমরা বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং জাতীয় ইস্যুতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কখনও তারা প্রত্যক্ষভাবে, আবার কখনও পরোক্ষভাবে সমাজে প্রভাব ফেলেছেন।

তিনি জুলাই বিপ্লবের সময়ে মাদ্রাসা শিক্ষার্থীদের অগ্রভাগের ভূমিকা তুলে ধরে বলেন, তারা কেবল শারীরিকভাবে উপস্থিত ছিলেন না, বরং পরিকল্পনা, নেতৃত্ব ও আত্মত্যাগের মাধ্যমে বিপ্লবকে ত্বরান্বিত করেছেন।

সেমিনারে ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদী সভাপতিত্ব করেন। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. মাওলানা খলিলুর রহমান মাদানী এবং মাওলানা সাখাওয়াত হোসেন রাজী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলার অভ্যন্তরীণ ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ 
শতাধিক মণ ‘টপলেডি’ বিক্রির প্রত্যাশা বদরুজ্জামানের
ইউরোপ জুড়ে দাবদাহ, গ্রিসে দাবানল মোকাবিলায় হাজার হাজার দমকল কর্মী
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেফতার
দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ 
লালমনিরহাটে বিজিবির অভিযানে মাদকসহ কারবারি আটক
টাঙ্গাইলে ১ হাজার ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের উদ্বোধন 
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা
নদীবন্দর সমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত
১০