শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২১:১৯
আজ বুধবার কক্সবাজার লিডারশীপ ট্রেনিং সেন্টারে ‘প্রধান শিক্ষকগণের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান’ এ প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এ সব কথা বলেন। ছবি: বাসস

কক্সবাজার, ১৩ আগস্ট ২০২৫ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

উপদেষ্টা আজ বুধবার কক্সবাজার লিডারশীপ ট্রেনিং সেন্টারে ‘প্রধান শিক্ষকগণের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান’ এ প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হতে হলে শুধু ডিগ্রি বা তাত্ত্বিক জ্ঞান যথেষ্ট নয়, প্রয়োজন সৃজনশীলতা এবং মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষমতা। লিডারশীপ ট্রেনিং সেন্টার সেই দক্ষতাগুলো গড়ে তুলতে সহায়তা করবে।’

তিনি আরো বলেন, ‘আমরা যদি আমাদের সমাজে সৎ, দক্ষ ও মানবিক নেতার সংখ্যা বাড়াতে চাই, তবে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরো বিস্তৃত করা, আধুনিক প্রযুক্তি সংযোজন করা এবং তরুণদের এই সুযোগের সঙ্গে যুক্ত করা অত্যন্ত জরুরি।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাই, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা শৈবাল পর্যটন মোটেলে এলজিইডি, কক্সবাজার আয়োজিত পিইডিপি-৪ এবং ‘চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন ভবন, সীমানা প্রাচীর, ওয়াশ ব্লক, ডিপ টিউবওয়েল স্থাপন এবং আসবাবপত্র সরবরাহের চলমান কাজ সমাপ্তির কৌশল নির্ধারণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে মেলায় অবৈধ লটারির টিকিট বিক্রির অভিযোগে ৩ জনের কারাদন্ড
বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরে তাল গাছ রোপণ কর্মসূচি
দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা
শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে জুলাই গণহত্যা : সাবেক আইজিপি 
চুয়াডাঙ্গা বাসটার্মিনাল থেকে মাদক কারবারি আটক 
২৩২টি বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত
দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলাকারী গ্রেফতার
জামালপুর জেলা বিএনপি’র কমিটি ঘোষণা : সভাপতি শামীম, সাধারণ সম্পাদক মামুন
টাঙ্গাইলে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
১০