মাগুরা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস): মাগুরা সদর উপজেলায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
অধিদপ্তরের জেলা কার্যালয় আজ সোমবার আলোকদিয়া বাজারে অভিযান চালায়। এ সময় ৬২ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন মাগুরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাফাত আল মেহেদী এবং মো. সাঈদুন নবী জোহা।
প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব। এ সময় জেলা পুলিশ, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মচারীবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানিয়েছে, অভিযানে বাজারের সুমন স্টোর থেকে ২২ কেজি এবং আল আমিন স্টোর থেকে ৪০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। একইসঙ্গে ওই দুই ব্যবসায়ীকে যথাক্রমে ৫ হাজার ও ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।