ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৭:৩৭
জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত। ছবি : বাসস

ভোলা, ১৮ আগস্ট ২০২৫ (বাসস) : "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ প্রতিপাদ্যে ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। 

আজ সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মৎস্য অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিষদ মিলনায়তনে মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এর সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন, ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মিজানুর রহমান, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান। 

সভায় বক্তারা বলেন, মাছ দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। উৎপাদন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশে মাছের উৎপাদন আরও এগিয়ে নিতে হবে। জাতীয় মৎস্য সপ্তাহ শুধু উদযাপন নয়, বরং মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে অঙ্গীকারের প্রতিফলন।

বক্তারা আরো বলেন, ভোলা একটি উপকূলীয় জেলা হওয়ায় এখানে মৎস্য সম্পদের সম্ভাবনা ব্যাপক। প্রাকৃতিক সম্পদকে সঠিকভাবে কাজে লাগানো গেলে এ অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। নদী ও উপকূলীয় এলাকায় মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সামুদ্রিক মাছ রক্ষায় সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। 

এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভোলা জেলায় সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি
২০২৪ সালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ২.৩ শতাংশ বেড়েছে : জাতিসংঘ
সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আইএফআইসি ব্যাংকের সাবেক এমডি শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা
আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭
জার্মানিতে এক বিলিয়ন ইউরোর ‘এআই সেন্টার’ স্থাপন করবে এনভিডিয়া ও ডয়েচে টেলিকম
১০