ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৭:৩৭
জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত। ছবি : বাসস

ভোলা, ১৮ আগস্ট ২০২৫ (বাসস) : "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ প্রতিপাদ্যে ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। 

আজ সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মৎস্য অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিষদ মিলনায়তনে মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এর সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন, ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মিজানুর রহমান, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান। 

সভায় বক্তারা বলেন, মাছ দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। উৎপাদন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশে মাছের উৎপাদন আরও এগিয়ে নিতে হবে। জাতীয় মৎস্য সপ্তাহ শুধু উদযাপন নয়, বরং মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে অঙ্গীকারের প্রতিফলন।

বক্তারা আরো বলেন, ভোলা একটি উপকূলীয় জেলা হওয়ায় এখানে মৎস্য সম্পদের সম্ভাবনা ব্যাপক। প্রাকৃতিক সম্পদকে সঠিকভাবে কাজে লাগানো গেলে এ অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। নদী ও উপকূলীয় এলাকায় মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সামুদ্রিক মাছ রক্ষায় সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। 

এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভোলা জেলায় সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে র‌্যাব
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯৫৪ মামলা
৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে ইসি
যুদ্ধের জন্য রাশিয়াকে ‘পুরস্কৃত’ করা উচিত নয় : জেলেনস্কি
সাবেক যুবদল নেতা মোস্তাফিজুর রহমান টোটনের দাফন সম্পন্ন
শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা 
ঢাবির জাপানি স্টাডিজ বিভাগে ল্যাব ও স্মার্ট ক্লাসরুম উদ্বোধন
স্বৈরাচার হাসিনার পতনের মধ্যদিয়ে দেশের মানুষের মুক্তি মিলেছে : শিমুল বিশ্বাস
১০