বগুড়ায় আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৭:৪৮

বগুড়া, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস): বগুড়ায় আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শাজাহানপুরে প্রাণ ডেইরি ফার্মে ডাকাতির ঘটনায় ঢাকার আশুলিয়া, বাইপাইল, নিশ্চিন্তপুর বাজার ও ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

এ সময় ডাকাতিতে ব্যবহৃত দুইটি ট্রাক ও গরু বিক্রির নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া শাজাহানপুরের দক্ষিণ ছোট মানিক এলাকার রফিজুলের ছেলে মো. দিদার (৩৪), অহিদের ছেলে মো. আব্দুল মান্নান (২৩), ভোলার বোরহানউদ্দিন উপজেলার লক্ষীপুর এলাকার সাফিজল ব্যাপারীর ছেলে মো. সোহেল (২৮), তজিমুদ্দিন উপজেলার সোনাপুর, ইন্দ্রনারায়নপুরের মৃত আব্দুল হাইয়ের ছেলে জিয়াউর রহমান (৩৫) এবং ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মজিবুর রহমান মুজের ছেলে জাফর হোসেন (৪৫)।

আজ সোমবার দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

পুলিশের এই কর্মকর্তা জানান, গত ৮ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুর থানার পাড়টেপুর (আশেকপুর) এলাকায় প্রাণ ডেইরি ফার্মে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা সিকিউরিটি গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮টি ফ্রিজিয়ান গরু (মূল্য প্রায় ১০ লাখ টাকা) এবং বিভিন্ন যন্ত্রাংশ (মূল্য প্রায় ১২ লাখ ১১ হাজার টাকা) লুট করে নিয়ে যায়। 

লুট করা সম্পদের মোট মূল্য প্রায় ২২ লাখ টাকা। এ ঘটনায় শাজাহানপুর থানায় ডাকাতির মামলা হয়। মামলার তদন্তভার গোয়েন্দা শাখার হাতে গেলে তারা অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা আন্তজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতে আনিসুল-ইনুসহ ৯ জনের ভার্চুয়াল হাজিরা
রাকসু নির্বাচনে ৩২২ জনের মনোনয়নপত্র জমা
শহীদ মিনারে বদরুদ্দীন উমরকে সর্বস্তরের জনগণের শেষ শ্রদ্ধা
বগুড়ায় তেলের পাম্পে ক্যাশিয়ার খুন, মূল অভিযুক্ত আটক
রাঙ্গামাটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
নিরাপদ খাদ্য সম্পর্কিত গবেষণার ফলাফল জনহিতকর কাজে প্রয়োগ করা হবে: খাদ্য সচিব
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২,৫৬৭ মামলা ডিএমপির
ট্রাম্পের 'শেষ সতর্কবার্তা’য় আলোচনায় প্রস্তুত হামাস
কক্সবাজারে হত্যা মামলার আসামি পটুয়াখালীতে গ্রেপ্তার
রাজশাহীতে ১৩ মাদক কারবারি আটক
১০