ইবির ১৯ শিক্ষককে শোকজ নোটিশ প্রদান

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১২:৩২
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে বিভিন্ন বিভাগের ১৯ জন শিক্ষককে শোকজ নোটিশ প্রদান করেছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মঞ্জুরুল হক স্বাক্ষরিত নোটিশগুলো সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে পৃথকভাবে পাঠানো হয়েছে। তাদেরকে ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না।

চিঠি থেকে জানা গেছে, ঘটনা তদন্তে  গঠিত কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে যে অভিযুক্ত শিক্ষকরা ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং আক্রমণাত্মক আচরণে জড়িত ছিলেন।

শোকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন, সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরিফিন, আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ ও অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম, ড. মিয়া মো. রাশিদুজ্জামান এবং সহযোগী অধ্যাপক ড. আফরোজা বানু, বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন ও ড. বাকী বিল্লাহ, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ও ড. শেলিনা নাসরিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল ও ড. রেবা মণ্ডল; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, আল-ফিকহ ও আইন বিভাগের অধ্যাপক ড. আমজাদ হোসেন, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মাহেদী হাসান এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক।

এদিকে তদন্ত কমিটি একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আরও ১১ কর্মকর্তা ও ৩১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও সুপারিশ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০