কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৩:১৯
ছবি : বাসস

কুমিল্লা (উত্তর),১৯ আগস্ট,২০২৫(বাসস):জেলার মুরাদনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলা মামলার প্রধান আসামি শুক্কুর আলীকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল সোমবার র‌্যাবের যৌথ অভিযানে চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

শুক্কুর আলী উপজেলার রহিমপুর গ্রামের মজিদ মিয়ার ছেলে।

গ্রেফতারের পর শুক্কর আলীকে সোমবার রাতে চট্টগ্রাম থেকে কুমিল্লা নিয়ে আসে র‌্যাব।আজ মঙ্গলবার সকালে তাকে মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়।

এ সময় মিছিলে অতর্কিত হামলা করে দুষ্কৃতকারীরা। হামলায় ৭ জন সাংবাদিক আহত হয়।

এ ঘটনায় দৈনিক খোলা কাগজের কুমিল্লা প্রতিনিধি শাহ ইমরান বাদি হয়ে ৪জনকে জ্ঞাত ও ১০/১২ জনকে অজ্ঞাত করে মুরাদনগর থানায় মামলা দায়ের করে।

মুরাদনগর থানার ওসি আরো জানান, সাংবাদিকদের উপর হামলা মামলার  আসামী শুক্কুরকে চট্টগ্রাম থেকে র‌্যাব গ্রেফতার করে। আজ সকালে মুরাদনগর থানায় হস্তান্তর করে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কমিশনারের ওয়াকিটকি বার্তা ফাঁস করা সিএমপি'র সেই কনস্টেবল ৩ দিনের রিমান্ডে
নওগাঁয় চাচা হত্যায় দুই ভাতিজা গ্রেপ্তার
চাঁদপুরের মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকিতে সেচ প্রকল্পের বাঁধ
অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন ট্র্যাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না
পিরোজপুরে পিবিপ্রবি'র অফিস সহকারী রায়হান আটক
অসময়ে রুমার বাগানে গাছে গাছে ঝুলছে আম
নাটোরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
টাঙ্গাইলে নিষিদ্ধ দুয়ারী চায়না জাল পুড়িয়ে ধ্বংস
রাজশাহীতে শান্তি স্থাপনে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সভা
তিস্তা সেতু উদ্বোধনের প্রস্তুতি সম্পন্ন
১০