ফেনীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৩:৩১
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীত বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ফেনী, ১৯ আগস্ট ২০২৫ (বাসস): জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীত বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে র‌্যালিটি শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়। এটি মিজান রোড, কলেজ রোড, জেল রোড ও ট্রাংক রোড হয়ে মিজান রোডের মাথায় গিয়ে শেষ হয়।

পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিনের সঞ্চালনায় সমাবেশ হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক এবং বিশেষ অতিথি ছিলেন গাজী হাবিব উল্যাহ মানিক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন।

সমাবেশে বক্তব্য দেন দলের জেলা সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল ও যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন।
বক্তারা বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত। ফেনীসহ সারা দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষার প্রহর গুণছে। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। 

তারা আরও বলেন, যারা বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি করছে কোনোভাবেই তাদেরকে দলে আশ্রয় দেওয়া হবে না। বিগত দিনে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে তাদেরকে দলে মূল্যায়ন করা হবে।

এর আগে র‌্যালিতে অংশগ্রহণ করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইদুল করিম, যুগ্ম সম্পাদক রাকিবুল হক, কামরুজ্জামান সুমন ও আমির হোসেন দুলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন, প্রচার সম্পাদক আলাউদ্দিন, দপ্তর সম্পাদক খুরশিদ রহমান সূর্য, সদর উপজেলা আহবায়ক জোবায়ের হোসেন, সদস্য সচিব বেলাল হোসেন, পৌর আহবায়ক মজিবুর রহমান ও সদস্য সচিব ইকবাল হোসেন রুমেল,  জুয়েল, দাগনভূঞা উপজেলা আহবায়ক আবদুল্লাহ আল মামুন ও সদস্য সচিব জহিরুল ইসলাম মঞ্জুর প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০