পটুয়াখালী, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ বেলা ১২টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিবসটি পালন করে।
পরে জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মশিউর রহমান মিলনের নেতৃত্বে পটুয়াখালীর ঝাউতলা থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলার নদীবন্দরে গিয়ে শেষ হয়।
এর আগে ঝাউতলায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপি'র সভাপতি সেনাংশু সরকার কুট্টি।