সনদপত্রসহ মেধাবৃত্তি পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪৭৫ শিক্ষার্থী

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৪:৫৮
সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের সনদপত্র প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। ছবি: বাসস

খুলনা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) মোট ৪৭৫ জন মেধাবী শিক্ষার্থীকে তাদের নিজ নিজ শাখা এবং শিক্ষাবর্ষে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়েছে।

গতকাল (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র সদস্য-অধ্যাপক ড. মাসুমা হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ড. মাসুমা হাবিব খুলনা বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগের প্রশংসা করে এটিকে শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক উৎকর্ষতা অনুপ্রাণিত করার জন্য একটি সময়োপযোগী পদক্ষেপ বলে অভিহিত করেন।

ভিসি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘বৃত্তি কেবল শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যকেই স্বীকৃতি দেয় না, বরং তাদের ক্যারিয়ার প্রোফাইলকেও সমৃদ্ধ করে।’

এ সময়, তিনি শিক্ষার্থীদের জীবনবৃত্তান্তে সেশনাল ওয়ার্ক, থিসিস, প্রকল্প, সেমিনার ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন।

বিদ্যমান নীতিমালায় কোন শিক্ষার্থী যদি পূর্বে এসএসসি ও এইচএসসি স্তরের বৃত্তি পেয়ে থাকে, তাহলে সে আর বিশ্ববিদ্যালয় পর্যায়ের বৃত্তি পায় না। 

এ বিষয়টি সকলের সামনে তুলে ধরে, তিনি নিয়মটির যৌক্তিক সংশোধনের আহ্বান জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ের মেধাকেও পুরস্কৃত করা উচিত।’

স্কুল অফ লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. গোলাম হোসেন ও স্টুডেন্ট এফেয়ার্স পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মেধাবৃত্তি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন ও বৃত্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহজাহান কবির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পূজামণ্ডপ পরিদর্শনে খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার
প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকবে কোস্টগার্ড
নারায়ণগঞ্জে দেবী বিসর্জনের স্থানগুলোতে সতর্ক অবস্থানে থাকবে কোস্টগার্ড : কোস্টগার্ড মহাপরিচালক
ডেনমার্কে রহস্যময় ড্রোনকে কেন্দ্র করে প্রতিরক্ষা জোরদারের পরিকল্পনা ইইউ নেতাদের
কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে ১৪ ডাকাত গ্রেফতার
বগুড়ায় যুবদল নেতা রাহুল হত্যার মূল আসামি গ্রেপ্তার
আলিয়া মাদ্রাসার মাঠ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে : শিক্ষা উপদেষ্টা
যুক্তরাষ্ট্রে বাজেট সমঝোতা ব্যর্থ, শাটডাউন শুরু হচ্ছে
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপি’র নয় : পুলিশ হেডকোয়ার্টার্স
সাটুরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
১০