সনদপত্রসহ মেধাবৃত্তি পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪৭৫ শিক্ষার্থী

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৪:৫৮
সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের সনদপত্র প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। ছবি: বাসস

খুলনা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) মোট ৪৭৫ জন মেধাবী শিক্ষার্থীকে তাদের নিজ নিজ শাখা এবং শিক্ষাবর্ষে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়েছে।

গতকাল (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র সদস্য-অধ্যাপক ড. মাসুমা হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ড. মাসুমা হাবিব খুলনা বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগের প্রশংসা করে এটিকে শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক উৎকর্ষতা অনুপ্রাণিত করার জন্য একটি সময়োপযোগী পদক্ষেপ বলে অভিহিত করেন।

ভিসি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘বৃত্তি কেবল শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যকেই স্বীকৃতি দেয় না, বরং তাদের ক্যারিয়ার প্রোফাইলকেও সমৃদ্ধ করে।’

এ সময়, তিনি শিক্ষার্থীদের জীবনবৃত্তান্তে সেশনাল ওয়ার্ক, থিসিস, প্রকল্প, সেমিনার ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন।

বিদ্যমান নীতিমালায় কোন শিক্ষার্থী যদি পূর্বে এসএসসি ও এইচএসসি স্তরের বৃত্তি পেয়ে থাকে, তাহলে সে আর বিশ্ববিদ্যালয় পর্যায়ের বৃত্তি পায় না। 

এ বিষয়টি সকলের সামনে তুলে ধরে, তিনি নিয়মটির যৌক্তিক সংশোধনের আহ্বান জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ের মেধাকেও পুরস্কৃত করা উচিত।’

স্কুল অফ লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. গোলাম হোসেন ও স্টুডেন্ট এফেয়ার্স পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মেধাবৃত্তি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন ও বৃত্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহজাহান কবির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ
গিল-বুমরাহকে নিয়ে ভারতের এশিয়া কাপ দল
পায়রা ও মোংলা বন্দরের প্রকল্প নিয়ে নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে সিসিইসিসির বৈঠক
সেতু নির্মাণের দাবিতে নরসিংদী জেলা প্রশাসনে স্মারকলিপি
লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দিনাজপুরে ইউপি সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার
মাগুরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: দুলু
মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
খাগড়াছড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা
১০