বগুড়ায় বিশ্ব আলোকচিত্র দিবসে র‌্যালি ও আলোচনা সভা

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৫:০৮
বগুড়ায় মঙ্গলবার বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে র‌্যালি আয়োজিত। ছবি: বাসস

বগুড়া, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের স্টেশন রোডস্থ বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ সালেকুজ্জামান খান, সিনিয়র ফটো সাংবাদিক আব্দুস সালাম ও এসএম সিরাজ। 

সভায় বক্তারা বলেন, জুলাই গণআন্দোলনে জীবণের ঝুঁকি নিয়ে ফটো সাংবাদিকরা সাহসী ভূমিকা পালন করেছে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণে ফটো সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি। দেশ ও সমাজের চিত্র একটি ছবিতেই ফুটিয়ে তোলেন ফটো সাংবাদিকরা। সভায় জুলাই আন্দোলনে সাংবাদিকসহ নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তোফাজ্জাল হোসেন, চ্যালেন আই বগুড়া প্রতিনিধি রউফ জালাল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০