কুয়াকাটায় বাজারে মিললো ২৪ কেজির কোরাল 

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৫:১৩
পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে দেখা মিললো ২৪ কেজি ওজনের কোরাল মাছ। ছবি: বাসস

পটুয়াখালী, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার কুয়াকাটা মাছ বাজারে দেখা মিললো ২৪ কেজি ওজনের কোরাল মাছ। 

মাছটি কুয়াকাটা সংলগ্ন সুন্দরবন থেকে ক্রয় করেন গাজী ফিশের সত্ত্বাধিকারী মো. বশির গাজী। পরে তিনি মাছটি বিক্রি করেন ৩৬ হাজার টাকায়। বাজারে মাছটি নিয়ে আসলে হৈ চৈ পরে যায়।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কুয়াকাটা মাছ বাজারের মাছটি নিয়ে আসেন তিনি। মাছটির ওজন হয় ২৩ কেজি ৬৫০ গ্রাম। এক হাজার ৫২০ টাকা কেজি দরে ৩৫ হাজার ৯শ ৩৮ টাকায় বিক্রি হয় মাছটি।

বশির গাজী জানায়, বড় মাছের চাহিদা কুয়াকাটায় বেশী। তাই আমরা উপকূলীয় এলাকার জেলে এবং বড় মৎস্য অবতরণ কেন্দ্র থেকে মাছগুলো সংগ্রহ করি। আজকে সুন্দরবন থেকে এই মাছটি আমি সংগ্রহ করেছি, চাহিদা থাকায় আবার বিক্রিও করে দিয়েছি। 

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা (উপরা) এর আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, এই মৌসুম হলো বড় মাছের। তাই ইলিশ, কোরালসহ সামুদ্রিক মাছের একটি সরবরাহ রয়েছে। তবে এত বড় সাইজের মাছ এখন তুলনামূলক কম আসে। এই মাছ আরো ৫ থেকে ৭ বছর আগে বেশি পাওয়া যেত।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি নিষেধাজ্ঞার ফসল।৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সমুদ্রে মাছ শিকার করতে নেমেছে।

খুব স্বাভাবিক ভাবেই জেলেদের জালে বড় মাছ ধরা পড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ
গিল-বুমরাহকে নিয়ে ভারতের এশিয়া কাপ দল
পায়রা ও মোংলা বন্দরের প্রকল্প নিয়ে নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে সিসিইসিসির বৈঠক
সেতু নির্মাণের দাবিতে নরসিংদী জেলা প্রশাসনে স্মারকলিপি
লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দিনাজপুরে ইউপি সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার
মাগুরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: দুলু
মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
খাগড়াছড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা
১০