নওগাঁয় চাচা হত্যায় দুই ভাতিজা গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৫:৫১

নওগাঁ, ১৯ আগস্ট ২০২৫ (বাসস) : নওগাঁর আত্রাইয়ে চাচাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোর রাতে নাটোরের সিংড়া উপজেলার কালিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার তেজনন্দী ভাটোপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের দুই ছেলে মো. বাবু ও মো. আলিম। 

আজ মঙ্গলবার দুপুরে তাদের দুজনকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান। 

এজাহারে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে ভাতিজাদের সঙ্গে চাচা আজিজার রহমানের (৬৫) কথা কাটাকাটি হয়। এ সময় ভাতিজাসহ কয়েকজন ব্যক্তির মধ্যে তর্কাতর্কি শুরু হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই চাচা আজিজার রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় পরে রাতে নিহতের ছেলে মুকুল হোসেন বাদী হয়ে আত্রাই থানায় ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই ভাতিজারা পালিয়ে যায়।

ওসি আব্দুল মান্নান বলেন, আজিজার রহমান নিহতের ঘটনায় রাতেই থানায় একটি হত্যা মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বাবু ও আলিমকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেনমার্কে রহস্যময় ড্রোনকে কেন্দ্র করে প্রতিরক্ষা জোরদারের পরিকল্পনা ইইউ নেতাদের
কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে ১৪ ডাকাত গ্রেফতার
বগুড়ায় যুবদল নেতা রাহুল হত্যার মূল আসামি গ্রেপ্তার
আলিয়া মাদ্রাসার মাঠ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে : শিক্ষা উপদেষ্টা
যুক্তরাষ্ট্রে বাজেট সমঝোতা ব্যর্থ, শাটডাউন শুরু হচ্ছে
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপি’র নয় : পুলিশ হেডকোয়ার্টার্স
সাটুরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
বিশ্ব শিশু দিবসে গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা
কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় বাজি জব্দ
জাতীয় বেতন কমিশনের ৪টি প্রশ্নমালা উন্মুক্ত
১০