নওগাঁয় চাচা হত্যায় দুই ভাতিজা গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৫:৫১

নওগাঁ, ১৯ আগস্ট ২০২৫ (বাসস) : নওগাঁর আত্রাইয়ে চাচাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোর রাতে নাটোরের সিংড়া উপজেলার কালিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার তেজনন্দী ভাটোপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের দুই ছেলে মো. বাবু ও মো. আলিম। 

আজ মঙ্গলবার দুপুরে তাদের দুজনকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান। 

এজাহারে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে ভাতিজাদের সঙ্গে চাচা আজিজার রহমানের (৬৫) কথা কাটাকাটি হয়। এ সময় ভাতিজাসহ কয়েকজন ব্যক্তির মধ্যে তর্কাতর্কি শুরু হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই চাচা আজিজার রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় পরে রাতে নিহতের ছেলে মুকুল হোসেন বাদী হয়ে আত্রাই থানায় ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই ভাতিজারা পালিয়ে যায়।

ওসি আব্দুল মান্নান বলেন, আজিজার রহমান নিহতের ঘটনায় রাতেই থানায় একটি হত্যা মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বাবু ও আলিমকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
জার্মানির বার্লিনে এখনো বিদ্যুৎবিহীন ২০ হাজার ঘর-বাড়ি
১০