মাগুরা, ১৯ আগস্ট ২০২৫ (বাসস): মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ দুপুরে শহরের নোমানী ময়দান থেকে এক বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ শেষে ভায়না মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খানসহ জেলার শীর্ষ নেতারা। অনুষ্ঠানে জেলার চার উপজেলা ও একটি পৌরসভার স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণা এবং ছাত্র আন্দোলনে শহীদদের হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।