দিনাজপুরে ইউপি সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৭:০৩

দিনাজপুর, ১৯ আগস্ট ২০২৫ (বাসস): জেলার হাকিমপুরে ইউনিয়ন পরিষদ সদস্য হত্যা মামলার অন্যতম আসামি মামুনুর রশীদকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

আজ মঙ্গলবার সকালে তাকে মাগুরা সদর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মামুনুর রশিদ জেলার হাকিমপুর উপজেলার বাওনা গ্রামের ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে।

বিকেলে দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প এবং র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প যৌথভাবে মাগুরা সদরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মামুনুরকে গ্রেপ্তার করে। তাকে আজ বিকেলে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

গত ৮ জুলাই সকালে মামুনুর রশীদসহ তার সহযোগী অন্য আসামিরা তুলশীগঙ্গা নদীর ধারে আলীঘাট ইউপি সদস্য হারুনুর রশীদকে ডেকে নিয়ে ব্যাপক মারধর করে।

এরপর হত্যার উদ্দেশ্যে ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে তার শরীরে বিষ প্রয়োগ করে ফেলে চলে যায়। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন হারুন মারা যান। এ ঘটনায় নিহতের বাবা হাকিমপুর থানায় হত্যা মামলা করেন। 

হাকিমপুর থানার ওসি নাজমুল হক জানান, গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেনমার্কে রহস্যময় ড্রোনকে কেন্দ্র করে প্রতিরক্ষা জোরদারের পরিকল্পনা ইইউ নেতাদের
কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে ১৪ ডাকাত গ্রেফতার
বগুড়ায় যুবদল নেতা রাহুল হত্যার মূল আসামি গ্রেপ্তার
আলিয়া মাদ্রাসার মাঠ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে : শিক্ষা উপদেষ্টা
যুক্তরাষ্ট্রে বাজেট সমঝোতা ব্যর্থ, শাটডাউন শুরু হচ্ছে
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপি’র নয় : পুলিশ হেডকোয়ার্টার্স
সাটুরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
বিশ্ব শিশু দিবসে গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা
কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় বাজি জব্দ
জাতীয় বেতন কমিশনের ৪টি প্রশ্নমালা উন্মুক্ত
১০