দিনাজপুরে ইউপি সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৭:০৩

দিনাজপুর, ১৯ আগস্ট ২০২৫ (বাসস): জেলার হাকিমপুরে ইউনিয়ন পরিষদ সদস্য হত্যা মামলার অন্যতম আসামি মামুনুর রশীদকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

আজ মঙ্গলবার সকালে তাকে মাগুরা সদর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মামুনুর রশিদ জেলার হাকিমপুর উপজেলার বাওনা গ্রামের ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে।

বিকেলে দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প এবং র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প যৌথভাবে মাগুরা সদরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মামুনুরকে গ্রেপ্তার করে। তাকে আজ বিকেলে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

গত ৮ জুলাই সকালে মামুনুর রশীদসহ তার সহযোগী অন্য আসামিরা তুলশীগঙ্গা নদীর ধারে আলীঘাট ইউপি সদস্য হারুনুর রশীদকে ডেকে নিয়ে ব্যাপক মারধর করে।

এরপর হত্যার উদ্দেশ্যে ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে তার শরীরে বিষ প্রয়োগ করে ফেলে চলে যায়। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন হারুন মারা যান। এ ঘটনায় নিহতের বাবা হাকিমপুর থানায় হত্যা মামলা করেন। 

হাকিমপুর থানার ওসি নাজমুল হক জানান, গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে 
মেটাকে শিশুদের জন্য সংবেদনশীল চ্যাটবট সরানোর আহ্বান ব্রাজিলের
স্পেনে তাপপ্রবাহে ১৬ দিনে ১১ শতাধিক মৃত্যু
বেনিনে বাস সেতু থেকে নদীতে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৭
চট্টগ্রামের ডিসি গণশুনানিতে করলেন ২৫টি সমস্যার প্রতিকার
সিলেটে আরো দুই লাখ ২০ হাজার ঘনফুট পাথর জব্দ
যশোরে স্বর্ণের বার জব্দ, আটক ১
ডাকসুর মনোনয়নপত্র বিক্রি: জমার শেষ সময় আগামীকাল
কক্সবাজারে ওসির স্বাক্ষর জাল করে পুলিশের বেতন-ভাতার টাকা আত্মসাৎ, দুদকের মামলা 
১০