চট্টগ্রামের পটিয়ায় সম্পত্তির দ্বন্দ্বে মাকে নির্যাতন: কারাগারে সন্তানেরা

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৭:৩৩

চট্টগ্রাম, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার পটিয়ায় পৈতৃক সম্পত্তির ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে মাকে নির্যাতনের অভিযোগে মামলায় ছেলে  তাজুল ইসলাম টিটু (২৭) ও মেয়ে ডলি আক্তার (৩০) কে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাররাহুম আহমেদ কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এরআগে সোমবার রাতে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর মনসা গ্রামের বাচ্চু চেয়ারম্যানের বাড়িতে নিজের ছেলে, মেয়ে ও জামাতার হাতে মারধরের শিকার হন মা নুর জাহান বেগম (৬৭)। তারা বৃদ্ধা নুর জাহান বেগমকে পৈতৃক সম্পত্তির কারণে নির্যাতন করে গুরুতর আহত করে। সোমবার রাতেই আহত মা নুর জাহান বেগম বাদি হয়ে ছেলে তাজুল ইসলাম টিটু (২৭), মেয়ে ডলি আক্তার (৩০) ও জামাতা শফিউল করিমকে আসামি করে পটিয়া থানায় মামলা দায়ের করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই অভিযান চালিয়ে ছেলে তাজুল ইসলাম টিটু ও মেয়ে ডলি আক্তারকে গ্রেফতার করা হয়। আজ তাদের আদালতে সোপর্দ করা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকি আসামিকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০