হকার ও ফল ব্যবসায়ীদের দৌরাত্ম্য ঠেকাতে চসিকের ব্যতিক্রমী উদ্যোগ

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৭:৪৪
চট্টগ্রামের পুরোনো রেল স্টেশনের সামনের সড়কে হকার ও ফল ব্যবসায়ীদের দৌরাত্ম্য ঠেকাতে স্টেশনের সামনের সড়কে বেশ কিছু ফুলের টব স্থাপন এবং সড়ক বিভাজকে নানা রকম ফুল গাছ লাগানো হয়েছে। ছবি : বাসস

চট্টগ্রাম, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের পুরোনো রেল স্টেশনের সামনের সড়কে হকার ও ফল ব্যবসায়ীদের দৌরাত্ম্য ঠেকাতে ব্যতিক্রমী সৌন্দর্য বর্ধন কার্যক্রমের উদ্বোধন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। 

আজ বেলা সাড়ে ১১টায় এ কার্যক্রম উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। পরে স্টেশনের সামনে ফলের দোকানে গিয়ে তাদের সড়ক দখল না করতে ও ফুটপাত আবর্জনামুক্ত রাখার আহ্বান জানান। 

এ উদ্যোগের অংশ হিসেবে স্টেশনের সামনের সড়কে স্থাপন করা হয়েছে বেশ কিছু ফুলের টব, সড়ক বিভাজকে লাগানো হয়েছে নানা রকম ফুল গাছ।
কার্যক্রম উদ্বোধন শেষে মেয়র বলেন, ‘চট্টগ্রাম হবে গ্রিন ও ক্লিন সিটি। তারই অংশ হিসেবে নগরে এমন সৌন্দর্য বর্ধন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। যার ফলে নগরের এ ব্যস্ত সড়কে যানজট কমে আসবে। কমবে পথচারীদের দুর্ভোগ।

তিনি আরো বলেন, ‘দীর্ঘদিন ধরে এ ফুটপাত ও সড়ক দখল করে ফলের আড়ত ও ভাসমান হকাররা দৌরাত্ম্য দেখিয়েছে। এখন থেকে আর তা করার সুযোগ নেই। কারণ এ সৌন্দর্য বর্ধন কার্যক্রম চালু হওয়ায় এখানে আর ফল রাখার বা হকার দাঁড়ানোর মতো অবস্থা থাকবে না।’

তিনি আরো জানান, নিউমার্কেট ও রেল স্টেশন এলাকায় পর্যায়ক্রমে অন্য সড়ক ও ফুটপাত দখল মুক্ত করবে সিটি করপোরেশন। পাশাপাশি নগরে উন্মুক্ত ডাস্টবিন ও আবর্জনার ভাগাড় সরাতে নতুন স্থান নির্ধারণ করা হয়েছে বলেও জানান মেয়র।

নগরের বিভিন্ন স্থানে আবর্জনা দেখা যাওয়া ১২ জায়গায় শিগগিরই এস টি এস বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন স্থাপন করার ঘোষণাও দেন মেয়র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০