বিসিকের সিরাজগঞ্জ শিল্পপার্কে প্লট বরাদ্দপত্র হস্তান্তর

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৭:৪৭
ছবি : বাসস

ঢাকা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) সিরাজগঞ্জ শিল্পপার্কের শিল্পপ্লট বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বিসিকের কার্যালয়ের বোর্ড রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ৭টি প্রতিষ্ঠানের কাছে শিল্পপ্লটের বরাদ্দপত্র তুলে দেন বিসিক চেয়ারম্যান। প্লট বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো, কাইজার নীট ওয়্যার লিমিটেড, আইরিশ ফেব্রিক্স লিমিটেড, আইরিন ফ্যাশন লিমিটেড, পদ্মা এগ্রো স্প্রেয়ার্স কোম্পানি লিমিটেড, রেমো কেমিক্যাল লিমিটেড, কাজী ফার্মস লিমিটেড এবং জিলানী অয়েল মিল।

কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্লট গ্রহণ শেষে সাংবাদিকদের বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে এবারই প্রথম কোনো সরকারি প্রতিষ্ঠানের জমি বরাদ্দ পেলাম। এজন্য বিসিককে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা দ্রুত ফিড মিল স্থাপনের কাজ শুরু করব। এখানকার উৎপাদিত পণ্য সারাদেশে সরবরাহ করা হবে এবং সুযোগ পেলে বিদেশেও রপ্তানি করা হবে। একই সঙ্গে আমরা দ্রুত গ্যাস সংযোগ পাওয়ার প্রত্যাশা করছি।’

এ সময় বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা দেশের স্বনামধন্য উদ্যোক্তা। দেশের উন্নয়নে আপনাদের অবদান যেমন অপরিসীম, তেমনি দেশের প্রতি আপনাদের দায়িত্বও অনেক। আপনাদের দেখে ক্ষুদ্র উদ্যোক্তারা অনুপ্রাণিত হবে এবং এগিয়ে যাবে।’

উল্লেখ্য, ৮২৯টি শিল্পপ্লট নিয়ে ৪০০ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে সিরাজগঞ্জ শিল্পপার্ক। এর মধ্যে দেশীয় উদ্যোক্তাদের জন্য বরাদ্দকৃত ২৭৯টি শিল্পপ্লটের মধ্যে ইতোমধ্যেই ৭৯টি শিল্পপ্রতিষ্ঠানের কাছে ১৯২টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। বিদেশি উদ্যোক্তাদের জন্য নির্ধারিত শিল্পপ্লটগুলোও খুব শিগগির বরাদ্দ দেওয়া হবে বলেও জানানো হয়।

সিরাজগঞ্জ শিল্পপার্কের মাধ্যমে দেশে নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশীয় পণ্যের উৎপাদন ও রপ্তানি আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহারের আওয়ামী লীগ নেতা শেখ রুনু ও সেন্টু গ্রেফতার  
উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ
আগস্টের ২০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি 
পিপিআর সংশোধনের জন্য বিপিপিএ মাঠ পর্যায়ে কর্মশালা 
ইইউতে ভেটো প্রত্যাহারে হাঙ্গেরিকে চাপ দিতে ট্রাম্পকে জেলেনস্কির অনুরোধ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮৫ বিলিয়ন ডলার : বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু
মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও স্বচ্ছ করতে ডিসিদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
সিলেটে দরপত্রদাতাদের সঙ্গে পিপিআর সংশোধন নিয়ে আলোচনা বিপিপিএ’র
১০