সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় গাড়ি চালক নিহত

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৮:০৩
প্রতীকী ছবি।

চট্টগ্রাম, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় এক পিকআপ চালক নিহত ও তার সহকারী আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের শেয়ারীপুল এলাকার চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মিজানুর রহমান (৩৯)।

মিজানুর রহমান  নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর গ্রামের বাসিন্দা।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিক-আপ ভ্যান আরেকটি অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে পিক-আপ ভ্যানের চালক ও হেলপার গাড়িতেই আটকা পড়ে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই জনকে উদ্ধার করে। 

এই ঘটনায় চালক ঘটনাস্থলেই মারা যান। 

মিজানুরের লাশ ও আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন বলেন, ভোর সাড়ে ৫টার দিকে অজ্ঞাত একটি গাড়িকে ধাক্কা দেয় পিকআপটি। এতে ঘটনাস্থলেই চালককে মৃত্যু হয়। 
দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। 

এ ঘটনায় একটি সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কেনেডিকে টিকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধের আহ্বান মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের
দোহারের আওয়ামী লীগ নেতা শেখ রুনু ও সেন্টু গ্রেফতার  
উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ
আগস্টের ২০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি 
পিপিআর সংশোধনের জন্য বিপিপিএ মাঠ পর্যায়ে কর্মশালা 
ইইউতে ভেটো প্রত্যাহারে হাঙ্গেরিকে চাপ দিতে ট্রাম্পকে জেলেনস্কির অনুরোধ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮৫ বিলিয়ন ডলার : বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু
মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও স্বচ্ছ করতে ডিসিদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
১০