চাঁদপুর, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও হরমোন কিট পাওয়ায় চাঁদপুর জেনারেল হাসপাতালের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের তালতলা এলাকায় ওই হাসপাতালে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্যাথলজিতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও হরমোন কিট পাওয়ায় চাঁদপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি পরিশোধ করেছে।
তিনি আরও বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করেছে কর্র্তৃপক্ষ। জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা দিয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।