ফরিদগঞ্জ পৌর সড়কে অভিযান, জরিমানা

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৯:০৪
আজ ফরিদগঞ্জ পৌর সড়কে অভিযান, জরিমানা। ছবি : বাসস

চাঁদপুর, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : অসহনীয় যানজট নিরসনে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার সড়কে অভিযান চালিয়েছে প্রশাসন। 

এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চার ট্রাকচালকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ’মি) এ আর এম জাহিদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

জানা গেছে, আইন অমান্য করে পৌর এলাকার প্রধান সড়কে গাড়ি রাখায় যানজট সৃষ্টি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪টি মালবাহী ট্রাক জব্দ করা হয়। পরে এর চালকদের কাছে ৭ হাজার ৫০০ টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া বলেন, সড়কের উন্নয়ন কাজ চলমান থাকায় এমনিতেই গাড়িগুলোকে একটি রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে কালির বাজার চৌরাস্তা অভিমুখি সড়কে যানবাহনের চাপ বেশি। এসব সমস্যা সমাধানে দিনের বেলায় পৌর শহরে বড় ও মালবাহী গাড়ি প্রবেশ না করার অনুরাধে করেছিলাম কিন্তু কেউ মানছিল না। তাই আমরা বাধ্য হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে : খাদ্য উপদেষ্টা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন
কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে : স্বাস্থ্য সচিব
সকল ধর্মীয় উৎসব ভয়হীন ও আনন্দময় হবে : শারমীন মুরশিদ
সিদ্ধেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
বাংলাদেশ দূতাবাস উজবেকিস্তানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
বেগম খালেদা জিয়া’র সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা
১০