ফরিদগঞ্জ পৌর সড়কে অভিযান, জরিমানা

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৯:০৪
আজ ফরিদগঞ্জ পৌর সড়কে অভিযান, জরিমানা। ছবি : বাসস

চাঁদপুর, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : অসহনীয় যানজট নিরসনে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার সড়কে অভিযান চালিয়েছে প্রশাসন। 

এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চার ট্রাকচালকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ’মি) এ আর এম জাহিদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

জানা গেছে, আইন অমান্য করে পৌর এলাকার প্রধান সড়কে গাড়ি রাখায় যানজট সৃষ্টি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪টি মালবাহী ট্রাক জব্দ করা হয়। পরে এর চালকদের কাছে ৭ হাজার ৫০০ টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া বলেন, সড়কের উন্নয়ন কাজ চলমান থাকায় এমনিতেই গাড়িগুলোকে একটি রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে কালির বাজার চৌরাস্তা অভিমুখি সড়কে যানবাহনের চাপ বেশি। এসব সমস্যা সমাধানে দিনের বেলায় পৌর শহরে বড় ও মালবাহী গাড়ি প্রবেশ না করার অনুরাধে করেছিলাম কিন্তু কেউ মানছিল না। তাই আমরা বাধ্য হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
জিলানীর শরীরে থেকে যাওয়া পিলেট অপসারণ করলেন রফিকুল ইসলাম
ব্রিটেনে আশ্রয় চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ছে
গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : তারেক রহমান
নতুন প্রযুক্তির ক্যাবলের চাহিদা বাড়বে : ফয়েজ আহমদ তৈয়্যব
বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা 
শিক্ষাখাতে বিনিয়োগে আলোকিত সমাজ গড়া সম্ভব: চসিক মেয়র
সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের কার্যক্রম: আরো পাঁচ বিচারপতির বিষয়ে তদন্ত চলমান
চট্টগ্রামে প্রথমবার আয়োজন হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট
১০