ফরিদগঞ্জ পৌর সড়কে অভিযান, জরিমানা

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৯:০৪
আজ ফরিদগঞ্জ পৌর সড়কে অভিযান, জরিমানা। ছবি : বাসস

চাঁদপুর, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : অসহনীয় যানজট নিরসনে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার সড়কে অভিযান চালিয়েছে প্রশাসন। 

এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চার ট্রাকচালকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ’মি) এ আর এম জাহিদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

জানা গেছে, আইন অমান্য করে পৌর এলাকার প্রধান সড়কে গাড়ি রাখায় যানজট সৃষ্টি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪টি মালবাহী ট্রাক জব্দ করা হয়। পরে এর চালকদের কাছে ৭ হাজার ৫০০ টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া বলেন, সড়কের উন্নয়ন কাজ চলমান থাকায় এমনিতেই গাড়িগুলোকে একটি রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে কালির বাজার চৌরাস্তা অভিমুখি সড়কে যানবাহনের চাপ বেশি। এসব সমস্যা সমাধানে দিনের বেলায় পৌর শহরে বড় ও মালবাহী গাড়ি প্রবেশ না করার অনুরাধে করেছিলাম কিন্তু কেউ মানছিল না। তাই আমরা বাধ্য হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
১০