ফরিদগঞ্জ পৌর সড়কে অভিযান, জরিমানা

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৯:০৪
আজ ফরিদগঞ্জ পৌর সড়কে অভিযান, জরিমানা। ছবি : বাসস

চাঁদপুর, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : অসহনীয় যানজট নিরসনে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার সড়কে অভিযান চালিয়েছে প্রশাসন। 

এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চার ট্রাকচালকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ’মি) এ আর এম জাহিদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

জানা গেছে, আইন অমান্য করে পৌর এলাকার প্রধান সড়কে গাড়ি রাখায় যানজট সৃষ্টি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪টি মালবাহী ট্রাক জব্দ করা হয়। পরে এর চালকদের কাছে ৭ হাজার ৫০০ টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া বলেন, সড়কের উন্নয়ন কাজ চলমান থাকায় এমনিতেই গাড়িগুলোকে একটি রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে কালির বাজার চৌরাস্তা অভিমুখি সড়কে যানবাহনের চাপ বেশি। এসব সমস্যা সমাধানে দিনের বেলায় পৌর শহরে বড় ও মালবাহী গাড়ি প্রবেশ না করার অনুরাধে করেছিলাম কিন্তু কেউ মানছিল না। তাই আমরা বাধ্য হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বাধনসহ ৭ জন রিমান্ডে
ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের নবীনবরণ
যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের
জুলাই আন্দোলনকারীদের সতর্ক থাকার পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের
যশোরে হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, জরিমানা  
রেমিট্যান্স প্রবাহ: নভেম্বরের প্রথম ৪ দিনে এসেছে ৪৬১ মিলিয়ন ডলার
কাল বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল
লিভারপুলের কাছে পরাজিত রিয়াল, পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন
ডেঙ্গু আক্রান্ত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৯
ডলারের প্রলোভন দেখিয়ে প্রতারণা, বিদেশি ২ নাগরিক রিমান্ডে
১০