সাদাপাথরকে আগের রূপে ফেরানোর সব চেষ্টা করা হবে : ডিসি সারওয়ার আলম

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৯:৩৪
ছবি : সংগৃহীত

সিলেট, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগদান করে মো. সারওয়ার আলম বলেছেন, সিলেটের পরিবেশ, পর্যটন, আইনশৃঙ্খলাকে প্রাধান্য দিয়ে কাজ করতে চাই। সাদাপাথর পর্যটন এলাকা আগের রূপে ফিরিয়ে আনতে যথাসাধ্য চেষ্টা করবো।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা কালেক্টরেটে দায়িত্বগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। পরে তিনি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসক বলেন, ‘সিলেট হলো প্রকৃতিকন্যা। এখানে পরিবেশকে ঠিক রেখে সকল উন্নয়ন কাজ হবে। পাশাপাশি সিলেটের আইনশৃঙ্খলা, শিক্ষা ও স্বাস্থ্য নিয়েও গুরুত্ব সহকারে কাজ করার লক্ষ্য আমার। এসময় তিনি সিলেটের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা পরিদর্শনে যান তিনি। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে যা যা করা দরকার, করা হবে।’

সারওয়ার আলম বলেন, ‘সাদাপাথর থেকে যেন আর কোনো পাথর চুরি না হয়, সেই ব্যবস্থা নেওয়া হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, ‘সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার, তা করা হবে। পাশাপাশি কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কীভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।’

তিনি আরো বলেন, ‘জনগণ আমাদের শক্তি। ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান মো. সারোয়ার আলম। বুধবার রাতে সিলেট আসেন সারোয়ার আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
জিলানীর শরীরে থেকে যাওয়া পিলেট অপসারণ করলেন রফিকুল ইসলাম
ব্রিটেনে আশ্রয় চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ছে
গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : তারেক রহমান
নতুন প্রযুক্তির ক্যাবলের চাহিদা বাড়বে : ফয়েজ আহমদ তৈয়্যব
বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা 
১০