সাদাপাথরকে আগের রূপে ফেরানোর সব চেষ্টা করা হবে : ডিসি সারওয়ার আলম

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৯:৩৪
ছবি : সংগৃহীত

সিলেট, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগদান করে মো. সারওয়ার আলম বলেছেন, সিলেটের পরিবেশ, পর্যটন, আইনশৃঙ্খলাকে প্রাধান্য দিয়ে কাজ করতে চাই। সাদাপাথর পর্যটন এলাকা আগের রূপে ফিরিয়ে আনতে যথাসাধ্য চেষ্টা করবো।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা কালেক্টরেটে দায়িত্বগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। পরে তিনি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসক বলেন, ‘সিলেট হলো প্রকৃতিকন্যা। এখানে পরিবেশকে ঠিক রেখে সকল উন্নয়ন কাজ হবে। পাশাপাশি সিলেটের আইনশৃঙ্খলা, শিক্ষা ও স্বাস্থ্য নিয়েও গুরুত্ব সহকারে কাজ করার লক্ষ্য আমার। এসময় তিনি সিলেটের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা পরিদর্শনে যান তিনি। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে যা যা করা দরকার, করা হবে।’

সারওয়ার আলম বলেন, ‘সাদাপাথর থেকে যেন আর কোনো পাথর চুরি না হয়, সেই ব্যবস্থা নেওয়া হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, ‘সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার, তা করা হবে। পাশাপাশি কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কীভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।’

তিনি আরো বলেন, ‘জনগণ আমাদের শক্তি। ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান মো. সারোয়ার আলম। বুধবার রাতে সিলেট আসেন সারোয়ার আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে : খাদ্য উপদেষ্টা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন
কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে : স্বাস্থ্য সচিব
সকল ধর্মীয় উৎসব ভয়হীন ও আনন্দময় হবে : শারমীন মুরশিদ
সিদ্ধেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
বাংলাদেশ দূতাবাস উজবেকিস্তানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
বেগম খালেদা জিয়া’র সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা
১০