সিলেটে সাড়ে ৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৯:৫৮

সিলেট, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার মধ্যরাতে সিলেট ব্যাটালিয়নের আওতাধীন সংগ্রাম, বাংলাবাজার, তামাবিল, সোনালীচেলা লাফার্জ এবং ডিবিরহাওর বিওপি এসব মালামাল জব্দ করে। 

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জব্দকৃত এসব মালামালের বাজার মূল্য সাড়ে ৪ কোটি ৫৭ লাখ টাকা। এর মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় মেহেদি, সুপারি, গরু, ফুলের ঝাড়ু, আইবল ক্যান্ডি, কম্বল, চিনি, বিয়ার, মোটরসাইকেল এবং বারকি নৌকা। 

এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট উপজেলার নন্দীগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, মেহেদি, কিটক্যাট চকলেট, চোরাচালান মালামাল বহনকারী ডিআই পিকআপ, ডাম্পার ও ট্রাক জব্দ করে।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক কর্নেল নাজমুল হক বলেন, সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। 

এর ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়। বিধি মোতাবেক এসব মালামালের বিপরীতে ব্যবস্থা নেওয়া হবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে বিমানের অতিরিক্ত ফ্লাইট
যশোরে ১৭টি স্বর্ণের বার সহ একজন আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার
সেনাপ্রধানের উদ্যোগে খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা
ইন্দোনেশিয়ার আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯
চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মেক্সিকোতে গ্যাস সরবরাহ গাড়ি বিস্ফোরণে নিহত ৩, আহত ৬৭
নাসার মহাকাশ কর্মসূচিতে চীনা নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা
প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
লালমনিরহাটে হত্যা মামলার আসামি গ্রেফতার
১০