ভোলা শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ২০:০০ আপডেট: : ২১ আগস্ট ২০২৫, ২০:০৪
ছবি : বাসস

ভোলা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : ভোলা পৌর শহরে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের চকবাজার ও নতুন বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাস্তার উপর অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। একইসঙ্গে বিভিন্ন দোকানদারকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি মালামাল জব্দ করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইয়েদ মাহমুদ বুলবুল এবং উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) অমিত দত্ত অভিযানে নেতৃত্ব দেন। উচ্ছেদ অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, নৌবাহিনী এবং পুলিশের একটি টিম অংশ নেন। 

অপর দিকে ভোলা সদর রোডে পৃথক অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক (রাজস্ব)।

এসিল্যান্ড অমিত দত্ত গণমাধ্যমকে জানান, সরকারি রাস্তা দখল করে তারা দীর্ঘদিন দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আমরা পৃথক দুটি অভিযানে ২টি মামলা ও ৪৬ হাজার টাকা জরিমানা করেছি। 

এছাড়া তারা যেন ভবিষ্যতে আর রাস্তা দখল করে এই ধরনের দোকানপাট না বসায় সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে : খাদ্য উপদেষ্টা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন
কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে : স্বাস্থ্য সচিব
সকল ধর্মীয় উৎসব ভয়হীন ও আনন্দময় হবে : শারমীন মুরশিদ
সিদ্ধেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
বাংলাদেশ দূতাবাস উজবেকিস্তানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
বেগম খালেদা জিয়া’র সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা
১০