চট্টগ্রামে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ২০:৪৬

চট্টগ্রাম, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর রাজাপুকুর লাইন এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য বিক্রির সময় ট্রাক চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর কোতোয়ালি থানার রাজাপুকুর লেইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রণজিত কর্মকার (৭০) রাজাপুকুর লেইনে ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় স্বর্ণকার ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য সংগ্রহ করতে শতাধিক মানুষ লাইনে দাঁড়ান। এসময় ট্রাকটি পৌঁছানোর পর হুড়োহুড়ির সৃষ্টি হয়। এসময় অপেক্ষাকৃত উঁচু স্থানে পার্কিং করার পর ট্রাকটি পেছনের দিকে সরে আসতে থাকে। তখন ওই বৃদ্ধ চাপা পড়েন। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘টিসিবির পণ্য নেওয়ার জন্য হুড়োহুড়ির মধ্যে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে চাপা দেয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাক চালককে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবার মামলা করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
জিলানীর শরীরে থেকে যাওয়া পিলেট অপসারণ করলেন রফিকুল ইসলাম
ব্রিটেনে আশ্রয় চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ছে
১০