চট্টগ্রামে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ২০:৪৬

চট্টগ্রাম, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর রাজাপুকুর লাইন এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য বিক্রির সময় ট্রাক চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর কোতোয়ালি থানার রাজাপুকুর লেইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রণজিত কর্মকার (৭০) রাজাপুকুর লেইনে ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় স্বর্ণকার ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য সংগ্রহ করতে শতাধিক মানুষ লাইনে দাঁড়ান। এসময় ট্রাকটি পৌঁছানোর পর হুড়োহুড়ির সৃষ্টি হয়। এসময় অপেক্ষাকৃত উঁচু স্থানে পার্কিং করার পর ট্রাকটি পেছনের দিকে সরে আসতে থাকে। তখন ওই বৃদ্ধ চাপা পড়েন। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘টিসিবির পণ্য নেওয়ার জন্য হুড়োহুড়ির মধ্যে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে চাপা দেয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাক চালককে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবার মামলা করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বাধনসহ ৭ জন রিমান্ডে
ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের নবীনবরণ
যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের
জুলাই আন্দোলনকারীদের সতর্ক থাকার পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের
যশোরে হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, জরিমানা  
রেমিট্যান্স প্রবাহ: নভেম্বরের প্রথম ৪ দিনে এসেছে ৪৬১ মিলিয়ন ডলার
কাল বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল
লিভারপুলের কাছে পরাজিত রিয়াল, পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন
ডেঙ্গু আক্রান্ত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৯
ডলারের প্রলোভন দেখিয়ে প্রতারণা, বিদেশি ২ নাগরিক রিমান্ডে
১০