কিশোরগঞ্জে আবাসিক হোটেলে মিলল যুবকের মরদেহ

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১১:০৮
প্রতীকী ছবি

কিশোরগঞ্জ, ২২ আগস্ট ২০২৫ (বাসস): কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে স্টেশন রোডের শাদমান প্লাজায় অবস্থিত হোটেল গোল্ডেন পার্কের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মো. নাহিদ খান অভি (৩৪)। তিনি জেলার তাড়াইল উপজেলার তালজাঙ্গা গ্রামের আবদুল হক খানের ছেলে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, বুধবার সন্ধ্যায় নাহিদ খান অভি হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত কক্ষটি ভেতর থেকে বন্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষ সন্দেহজনক মনে করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

পরে নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে স্বজনদের খবর দেওয়া হয়। রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত দক্ষিণ এশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল সার্ক
কুয়াশায় ঢাকা উত্তর জনপদে শীতের আগমন
নবম শ্রেণির ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
মুন্সীগঞ্জে অটোচালক হত্যায় ৫ আসামি গ্রেপ্তার
সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
রাজশাহীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার মহানগর বিএনপির
ওসি ও ডিআইজি পরিচয়ে ১৫ লাখ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার
মির্জা ফখরুলের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণমিছিল 
ঢাবি ভাস্কর্য বিভাগে প্রামাণ্যচিত্র প্রদর্শনী
১০