কিশোরগঞ্জে আবাসিক হোটেলে মিলল যুবকের মরদেহ

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১১:০৮
প্রতীকী ছবি

কিশোরগঞ্জ, ২২ আগস্ট ২০২৫ (বাসস): কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে স্টেশন রোডের শাদমান প্লাজায় অবস্থিত হোটেল গোল্ডেন পার্কের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মো. নাহিদ খান অভি (৩৪)। তিনি জেলার তাড়াইল উপজেলার তালজাঙ্গা গ্রামের আবদুল হক খানের ছেলে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, বুধবার সন্ধ্যায় নাহিদ খান অভি হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত কক্ষটি ভেতর থেকে বন্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষ সন্দেহজনক মনে করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

পরে নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে স্বজনদের খবর দেওয়া হয়। রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০