জয়পুরহাটে আ.লীগ নেতা স্বাধীন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৩:৪৪

জয়পুরহাট, ২২ আগস্ট ২০২৫ (বাসস) : জয়পুরহাটে আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম স্বাধীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে শহীদ মেহেদী হত্যা মামলায় বৃহস্পতিবার তাকে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। 

তিনি ওই স্কুলের সহকারী শিক্ষক এবং আক্কেলপুর পুরাতন বাজারের আছির মাস্টারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় মেহেদী হত্যা মামলার আসামি আব্দুর রহিম স্বাধীন। এছাড়া তিনি অপর একটি হত্যা চেষ্টা মামলারও আসামি। গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, গ্রেপ্তার স্বাধীনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, স্বাধীন হত্যা মামলার আসামি হয়েও গত দেড় মাস ধরে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছিলেন। 

আক্কেলপুর থানার নবাগত ওসি বিষয়টি জানতে পেরে থানার অফিসার ফোর্স পাঠিয়ে তাকে গ্রেপ্তার করেন। 

স্বাধীন মাস্টার শেখ হাসিনা সরকারের আমলে যাচ্ছেতাই করেছেন। বিভিন্ন সন্ত্রাসী, কিশোর গ্যাং ও টোকাইদের গডফাদার ছিলেন তিনি। এলাকায় ভূমিদস্যু, জবরদখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে তার হাত ছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
১০