চাঁপাইনবাবগঞ্জ, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার বন্যা-দুর্গত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি।
আজ শুক্রবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর, বোগলাউড়ি, পাঁকা কদমতলা, পাঁকা নিশিপাড়া, দূর্লভপুর ও মনাকষা এলাকার অসহায় বানভাসি পরিবারগুলোর মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আনারুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন জানান, সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দূর্লভপুর ও মনাকষা ইউনিয়নের ১০ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন। চারিদিকে পানি থাকায় তারা কাজকর্ম হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। এ অবস্থায় ১২ শতাধিক পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি তেল ও আধা কেজি গুড়।
আগামীকাল শনিবার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ১১ রশিয়া ও শান্তিনগর হাট এলাকার বন্যাদুর্গতদের মাঝেও ত্রাণ বিতরণ করা হবে এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি।