চাঁপাইনবাবগঞ্জে বানভাসি ১২'শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৬:১৭
শুক্রবার বন্যা-দুর্গত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। ছবি: বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার বন্যা-দুর্গত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। 

আজ শুক্রবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর, বোগলাউড়ি, পাঁকা কদমতলা, পাঁকা নিশিপাড়া, দূর্লভপুর ও মনাকষা এলাকার অসহায় বানভাসি পরিবারগুলোর মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আনারুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন জানান, সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দূর্লভপুর ও মনাকষা ইউনিয়নের ১০ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন। চারিদিকে পানি থাকায় তারা কাজকর্ম হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। এ অবস্থায় ১২ শতাধিক পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি তেল ও আধা কেজি গুড়।

আগামীকাল শনিবার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ১১ রশিয়া ও শান্তিনগর হাট এলাকার বন্যাদুর্গতদের মাঝেও ত্রাণ বিতরণ করা হবে এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে বিএনপি, এনসিপিসহ ২৩ টি দল
চাঁদপুরে মেঘনার ভাঙ্গন আতঙ্কে উপকূলীয় বাসিন্দারা
টাঙ্গাইলের শুভ সূচনা
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ দফা ঘোষণাপত্র প্রকাশ
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন
চীনে নির্মাণাধীন সেতু দুর্ঘটনায় নিহত ১০, নিখোঁজ ৪ 
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ত্রাস শফি অস্ত্রসহ গ্রেফতার
ইউক্রেনের আরো ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার
১০