চাঁপাইনবাবগঞ্জে বানভাসি ১২'শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৬:১৭
শুক্রবার বন্যা-দুর্গত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। ছবি: বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার বন্যা-দুর্গত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। 

আজ শুক্রবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর, বোগলাউড়ি, পাঁকা কদমতলা, পাঁকা নিশিপাড়া, দূর্লভপুর ও মনাকষা এলাকার অসহায় বানভাসি পরিবারগুলোর মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আনারুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন জানান, সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দূর্লভপুর ও মনাকষা ইউনিয়নের ১০ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন। চারিদিকে পানি থাকায় তারা কাজকর্ম হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। এ অবস্থায় ১২ শতাধিক পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি তেল ও আধা কেজি গুড়।

আগামীকাল শনিবার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ১১ রশিয়া ও শান্তিনগর হাট এলাকার বন্যাদুর্গতদের মাঝেও ত্রাণ বিতরণ করা হবে এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত দক্ষিণ এশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল সার্ক
কুয়াশায় ঢাকা উত্তর জনপদে শীতের আগমন
নবম শ্রেণির ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
মুন্সীগঞ্জে অটোচালক হত্যায় ৫ আসামি গ্রেপ্তার
সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
রাজশাহীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার মহানগর বিএনপির
ওসি ও ডিআইজি পরিচয়ে ১৫ লাখ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার
মির্জা ফখরুলের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণমিছিল 
ঢাবি ভাস্কর্য বিভাগে প্রামাণ্যচিত্র প্রদর্শনী
১০