ফুলবাড়ীতে ধরলার ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৬:৪৫
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর তীব্র ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে স্থানীয়দের মানববন্ধন। ছবি: বাসস

কুড়িগ্রাম, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার ফুলবাড়ীতে ধরলা নদীর তীব্র ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেছে।

আজ শুক্রবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড়ঘন্টা ব্যাপী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ চরগোরকমন্ডল এলাকার ধরলা নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের আয়োজনে মানববন্ধনে ধরলার ভাঙনের শিকার ৫০টি পরিবারসহ ওই এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। 

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, আব্দুস ছালাম, জাফর আহমেদ, শাকিল আহমেদসহ অনেকেই। মানববন্ধনে বক্তারা ধরলার তীব্র ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, গত দেড় মাসে কমপক্ষে অর্ধশতাধিক পরিবার ভাঙনের শিকার হয়েছে। কোন ক্রমেই নদী ভাঙন ঠেকানো যাচ্ছে না। চোখের সামনে শত শত আবাদি জমি ভেঙে যাচ্ছে।

এ প্রসঙ্গে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, ভাঙন রোধের চরগোরকমন্ডল এলাকায় ৬ হাজার জিও ব্যাগ (একটি প্যাকেজ) বরাদ্দ দেয়া হয়েছে। এই  কাজও শেষের দিকে। আরও একটি প্যাকেজের  বরাদ্দ দেয়ার আশ্বাস দেন নির্বাহী প্রকৌশলী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে বিএনপি, এনসিপিসহ ২৩ টি দল
চাঁদপুরে মেঘনার ভাঙ্গন আতঙ্কে উপকূলীয় বাসিন্দারা
টাঙ্গাইলের শুভ সূচনা
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ দফা ঘোষণাপত্র প্রকাশ
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন
চীনে নির্মাণাধীন সেতু দুর্ঘটনায় নিহত ১০, নিখোঁজ ৪ 
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ত্রাস শফি অস্ত্রসহ গ্রেফতার
ইউক্রেনের আরো ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার
১০