ঝালকাঠি, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে পুলিশ লাইন্স ড্রিলসেড অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ঝালকাঠি পুলিশ উজ্জ্বল কুমার রায়।
এ সভার শুরুতে পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষনিক সমাধানের উদ্যোগ নেন। তিনি অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিস রুলস মেনে শৃঙ্খলা বজায় রাখা, মেসে উন্নত খাবার পরিবেশন ড্রেস রুলস মেনে পোশাক পরিধান করা, টিএ বিলে ন্যায্যতা রাখা, স্বাস্থ্য সচেতনতাসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় ফোর্সের কর্মতৎপরতা ও মনোবল বৃদ্ধিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ, ঝালকাঠি থানা, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই (নিরস্ত্র) মো. মহিউদ্দিন আহমেদ, জেলা গোয়েন্দা শাখা, ঝালকাঠি, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল অফিসার এসআই (নিরস্ত্র) প্রকাশ চন্দ্র গুহকে (কাঠালিয়া থানা) পুরস্কৃত করা হয়। এছাড়াও এসআই (নিরস্ত্র) মো. মহিউদ্দিন আহমেদ, পিপিএম, জেলা গোয়েন্দা শাখা, ঝালকাঠিকে পুলিশ সুপার বিশেষ পুরস্কার প্রদান করেন।
এসআই (নিরস্ত্র) সৈয়দ মোজাম্মেল হক, কনস্টেবল মো. এনায়েত হোসেন, কনস্টেবল মো. মোতালেব হোসেন সিকদার, কনস্টেবল মো. খলিলুর রহমানের অবসর জনিত বিদায় উপলক্ষে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ও এস.এম বায়জীদ ইবনে আকবর, সহকারী পুলিশ সুপার মো. আব্দুর রাশেদ।