সিদ্ধান্ত গ্রহণে ‘ইয়ুথ ভয়েস মেকানিজম’র উদ্বোধন

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৭:২৫
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে ইয়ুথ ভয়েস মেকানিজমের ডিজাইন ফেইজ উদ্বোধন অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ঢাকা, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতিসংঘ ব্যবস্থার যৌথ উদ্যোগে একটি ইয়ুথ ভয়েস মেকানিজমের (ওয়াইভিএম) ডিজাইন ফেইজ উদ্বোধন করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ প্ল্যাটফর্মের লক্ষ্য দেশের নীতি উন্নয়ন এবং শাসন প্রক্রিয়ায় বাংলাদেশের তরুণদের কণ্ঠস্বরকে আরো জোরদার করা এবং দেশের ভবিষ্যৎ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।

সচিব বলেন, ‘ইয়ুথ ভয়েস মেকানিজমকে সফল করার জন্য আমরা জাতিসংঘ ব্যবস্থা এবং বাংলাদেশের তরুণদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগ আমাদের তরুণদের চাহিদা এবং আকাঙ্ক্ষা আরো ভালভাবে বুঝতে সাহায্য করবে এবং নিশ্চিত করবে যে তাদের কণ্ঠস্বর আমাদের নীতি ও কর্মসূচিতে প্রতিফলিত হয়।’

অনুষ্ঠানে ইউনেস্কো’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুসান ভাইজ, ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হালিমা নিয়ামাত, ইউএন উইমেন’র ইয়ুথ কো-অর্ডিনেটর হুমাইরা বিনতে ফারুকী, ইউএনডিপি’র ইয়ুথ এনাল্যাইসিস সুমিত রাবিদাসসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০