ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৭:৪২

ঠাকুরগাঁও, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে জেলা সদর ও রাণীশংকৈল উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

গতকাল রাত সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের রোড এলাকায় অটোতে যাওয়ার সময় চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত হন মোছা. নাজু আক্তার (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী।

নিহত নাজু সদরের শ্রী কৃষ্ণপুর এলাকার নুর ইসলামের মেয়ে। চলতি বছর ইসলামনগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন তিনি।

নাজুর পরিবারের সদস্যরা জানায়, সন্ধ্যায় বাড়ি থেকে অটো রিকশা যোগে প্রেসার কুকার ও রাইস কুকার মেরামতের জন্য ঠাকুরগাঁও শহরে যাচ্ছিলেন তিনি। পথে শুক নদীর সেতু এলাকায় অটো রিকশার চাকার সঙ্গে তার ওড়না পেঁচিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠান। রংপুরে নেয়ার প্রস্তুতিকালে হাসপাতালেই মারা যায় নাজু।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

অন্যদিকে গতকাল রাত ৯টার দিকে রাণীশংকৈল পৌরশহরের শান্তিপুর এলাকায় ট্রাকচাপায় নিহত হন রফিকুল ইসলাম (৪৫)। তিনি নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরিপুর থেকে আসা একটি ট্রাক বিপরীত দিক থেকে মোটরসাইকেল আরোহী রফিকুলকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এসময় ট্রাকের চাকা তার পায়ের ওপর দিয়ে গেলে পা ভেঙে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজে পাঠান। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০