পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি নাদের বিশ্বাস গ্রেফতার

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৮:১০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. নাদের বিশ্বাস। ফাইল ছবি

পাবনা, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. নাদের বিশ্বাস (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 

নাদের বিশ্বাস পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের বিজয় রামপুর গ্রামের মৃত ফকির বিশ্বাসের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের নেতা হওয়ায় এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছিলেন। একই সঙ্গে তিনি ভাঁড়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির পদে থেকে রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করতেন।

পাবনা জেলা গোয়েন্দা শাখার ওসি (ডিবি) রাশেদুল ইসলাম জানান, ডিবি অফিসার বেনু রায়ের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে ২২ আগস্ট শুক্রবার পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে দুপুরে নাদের বিশ্বাসকে আটক করা হয়।

মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর সাঈদ চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী নৃশংস হামলা চালায়। ওই ঘটনায় ছাত্রনেতা নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় (পাবনা সদর থানার মামলা নং-০৫, তাং ১১/১০/২০০৫) নাদের বিশ্বাসকে এজাহারভুক্ত ১৬ নম্বর আসামি করা হয়। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

স্থানীয়রা জানায়, নাদের বিশ্বাস সর্বহারা সংগঠন ও স্থানীয় সন্ত্রাসীদের মদদ দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করতেন। তার গ্রেফতারের খবরে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

ডিবি অফিসার বেনু রায় জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার পাশাপাশি আরও একাধিক নাশকতা, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। দীর্ঘ ২০ বছর ধরে তিনি পলাতক ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই শতাধিক কবি নিয়ে বগুড়ায় সাহিত্য উৎসব
সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক-২
মানবতা বিরোধী অপরাধ : রমনা সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে
গত ২৪ ঘণ্টায় দেশে ১ জন করোনা আক্রান্ত
অ্যাথলেটিক্সের প্রথম দিনে দু’টি নতুন জাতীয় রেকর্ড
২০২৯ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে থাকছেন দিয়াস
চট্টগ্রামে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান সিএমইউজে ও প্রেসক্লাবের
জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে বিএনপি, এনসিপিসহ ২৩ টি দল
চাঁদপুরে মেঘনার ভাঙ্গন আতঙ্কে উপকূলীয় বাসিন্দারা
টাঙ্গাইলের শুভ সূচনা
১০