সুনামগঞ্জ, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
শুক্রবার সকালে পলক দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন সরকারি ভূমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ভ্রাম্যমাণ আদালত ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সার্ভেয়ার মো. আজমল হোসেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আসআদ, নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির হোসেনসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।