ব্রাহ্মণবাড়িয়ায় গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত মাজেদা, কাটা পড়লো গরুটিও

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৮:৪৩
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার কসবা উপজেলায় মাঠ থেকে গরু নিয়ে ফেরার সময় ট্রেনের ধাক্কায় মাজেদা খাতুন (৭৮) নামে এক বৃদ্ধা নিহত হন। এসময় ট্রেনে কাটা পড়ে মারা যায় তার গরুটিও। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইমামবাড়ি স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাজেদা খাতুন উপজেলার ইমামবাড়ি গ্রামের মৃত্যু ওহিদ ভূঁইয়ার স্ত্রী। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে সন্তানের জননী। 

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি কসবার ইমামবাড়ি স্টেশন পার হওয়ার সময় মাজেদা খাতুন গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ট্রেন আসতে দেখে তিনি গরুটিকে আটকে রাখার চেষ্টা করেন। এরই মধ্যে গরুটি রেললাইনে উঠে যায়। ট্রেনের চালক দূর থেকে দেখতে পেয়ে হুইসেল বাজান ও হাতের ইশারায় ওই নারীকে সরে যেতে বলেন। কিন্তু মাজেদা খাতুন কোনোভাবেই হাত থেকে রশিটি ছাড়েননি। গরুটি ট্রেনে কাটা পড়ার পর রশির টানে তিনিও ছিটকে ট্রেনের সাথে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, রাতে খবর পাওয়া মাত্রই আমরা মরদেহ উদ্ধার করি। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
ক্যামেরুনের অপহৃত ১০ শিশুকে উদ্ধার
জাতিসংঘ গাজায় দুর্ভিক্ষ ঘোষণার পর সীমান্তের প্রবেশদ্বার খুলে দেওয়ার দাবি হামাসের
মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন ৩০ আগস্ট, নির্বাচন কমিশন গঠন
ইরানে অতর্কিত হামলায় ৫ পুলিশ নিহত
কেনিয়ায় ৫ জনের লাশ উদ্ধার
বরিশালে শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালা ও দুস্থদের মাঝে চেক বিতরণ
এএফএমসির উদ্যোগে ‘২য় জাতীয় মেডি কার্নিভাল সাংস্কৃতিক শিল্প ও আলোকচিত্র উৎসব ২০২৫’ সমাপ্ত
দুই শতাধিক কবি নিয়ে বগুড়ায় সাহিত্য উৎসব
১০