এএফএমসির উদ্যোগে ‘২য় জাতীয় মেডি কার্নিভাল সাংস্কৃতিক শিল্প ও আলোকচিত্র উৎসব ২০২৫’ সমাপ্ত

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ২০:৪৭
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের উদ্যোগে ‘২য় জাতীয় মেডি কার্নিভাল সাংস্কৃতিক শিল্প ও আলোকচিত্র উৎসব-২০২৫’ অনুষ্ঠিত। ছবি: আইএসপিআর

ঢাকা, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (এএফএমসি) উদ্যোগে ‘২য় জাতীয় মেডি কার্নিভাল সাংস্কৃতিক শিল্প ও আলোকচিত্র উৎসব-২০২৫’ শেষ হয়েছে। 

ঢাকা সেনানিবাসস্থ কলেজ প্রাঙ্গণে আজ শেষ হওয়া এ উৎসবে প্রায় ৩৫টির বেশি স্বনামধন্য মেডিকেল কলেজের ৪ শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য চিকিৎসক প্রফেসর ডা. মেহজাবীন হক।

এছাড়াও অনুষ্ঠানে ডা. লিয়াকত হোসেন, প্রফেসর ডা. লুৎফুল আজিজ, প্রফেসর ডা. ফারহানা দেওয়ান, মেজর জেনারেল (অব.) লিজা চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) দীপক কুমার পাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এএফএমসি কার্নিভাল ক্লাব আয়োজিত মেডি কার্নিভালে ছিল ডক্টরস' ডিলেমা (কুইজ), মেডি স্পেলিং, এনাটমিক্যাল ড্রইং, মেডিকেল ডায়াগনোসিস, ডিটেকটিভ ডক্টর, রাইট ইট রাইট এবং পোস্টার উপস্থাপন প্রতিযোগিতা। 

এএফএমসি ফটোগ্রাফি ক্লাবের পক্ষ থেকে ছিল ফটোগ্রাফি এক্সিবিশন এবং এএফএমসি আর্ট ক্লাবের পক্ষ থেকে ছিল আর্ট এক্সিবিশন।

এছাড়াও এএফএমসি ল্যাংগুয়েজ এন্ড ডিবেট ক্লাবের পক্ষ থেকে ইন্টার মেডিকেল কবিতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

এই এক্সিবিশন ও প্রতিযোগিতার বিচারকমণ্ডলী হিসেবে ছিলেন দেশ বরেণ্য ফ্রিল্যান্স ফটোগ্রাফার এবং আর্টিস্টগণ। সর্বশেষে দর্শকদের জন্য এএফএমসি কালচারাল ও ড্রামা ক্লাবের পক্ষ থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মাসুদুল আলম মজুমদারের সার্বিক সহযোগিতায় শিক্ষক এবং শিক্ষার্থীগণের ঐকান্তিক পরিশ্রমে তারুণ্য্যের জয়ধ্বনি-২০২৫-কে প্রতিপাদ্য রেখে এই অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
১০