ঢাকার বিমানবন্দর এলাকায় লাইনচ্যুত ট্রেন উদ্ধার

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৬:৪৫ আপডেট: : ২৩ আগস্ট ২০২৫, ১৭:০৮
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকার অদূরে লাইনচ্যুত যমুনা এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার করা হয়েছে। ছবি: বাসস 

ঢাকা (উত্তর), ২৩ আগস্ট ২০২৫ (বাসস): রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকার অদূরে লাইনচ্যুত যমুনা এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার করা হয়েছে। 

আজ শনিবার দুপুর ২টা নাগাদ উদ্ধার কাজ সম্পন্ন হয় বলে জানিয়েছেন বিমানবন্দর রেলস্টেশনের মাস্টার শাহাদাত হোসেন। এর আগে সকাল ৮টা ১৭ মিনিটে ট্রেনের প্রথম দিকের তিন নম্বর (৭০৬৩) কোচের বগি লাইনচ্যুত হয়।  

শাহাদাত হোসেন বাসসকে বলেন, ঢাকামুখী যমুনা এক্সপ্রেস ট্রেনটি এপিবিএন প্রধান কার্যালয়ের বিপরীতে স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়। এ ঘটনায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও আরেকটি লাইন দিয়ে ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করেছে। 

জয়দেবপুর থেকে কমলাপুর পর্যন্ত চার লেনের কাজ শেষ পর্যায়ে। তাই বিকল্প লেন থাকায় স্বাভাবিক ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটেনি। 

জানা গেছে সূচি অনুযায়ী, দুর্ঘটনা কবলিত ট্রেনটি ঢাকা থেকে বিকেল পৌনে ৫টায় রওনা হয়ে জামালপুরের 

তারাকান্দি স্টেশনে পৌঁছার কথা রাত ১১টায়। এরপর রাত ২টায় সেখান থেকে রওনা হয়ে সকাল ৮টায় কমলাপুর স্টেশনে পৌঁছার কথা।

স্টেশন মাস্টার আরও জানিয়েছেন, বেলা সাড়ে ১১টা নাগাদ উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে। পরে লাইনচ্যুত বগি সরিয়ে নেয়ায় ৪ নম্বর লাইন বন্ধ থাকলেও অপরাপর লাইনগুলো দিয়ে রেল স্বাভাবিক চলাচল করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০