ঢাকা (উত্তর), ২৩ আগস্ট ২০২৫ (বাসস): রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকার অদূরে লাইনচ্যুত যমুনা এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার দুপুর ২টা নাগাদ উদ্ধার কাজ সম্পন্ন হয় বলে জানিয়েছেন বিমানবন্দর রেলস্টেশনের মাস্টার শাহাদাত হোসেন। এর আগে সকাল ৮টা ১৭ মিনিটে ট্রেনের প্রথম দিকের তিন নম্বর (৭০৬৩) কোচের বগি লাইনচ্যুত হয়।
শাহাদাত হোসেন বাসসকে বলেন, ঢাকামুখী যমুনা এক্সপ্রেস ট্রেনটি এপিবিএন প্রধান কার্যালয়ের বিপরীতে স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়। এ ঘটনায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও আরেকটি লাইন দিয়ে ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করেছে।
জয়দেবপুর থেকে কমলাপুর পর্যন্ত চার লেনের কাজ শেষ পর্যায়ে। তাই বিকল্প লেন থাকায় স্বাভাবিক ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটেনি।
জানা গেছে সূচি অনুযায়ী, দুর্ঘটনা কবলিত ট্রেনটি ঢাকা থেকে বিকেল পৌনে ৫টায় রওনা হয়ে জামালপুরের
তারাকান্দি স্টেশনে পৌঁছার কথা রাত ১১টায়। এরপর রাত ২টায় সেখান থেকে রওনা হয়ে সকাল ৮টায় কমলাপুর স্টেশনে পৌঁছার কথা।
স্টেশন মাস্টার আরও জানিয়েছেন, বেলা সাড়ে ১১টা নাগাদ উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে। পরে লাইনচ্যুত বগি সরিয়ে নেয়ায় ৪ নম্বর লাইন বন্ধ থাকলেও অপরাপর লাইনগুলো দিয়ে রেল স্বাভাবিক চলাচল করেছে।