কুমিল্লার পদুয়ার বাজারে ইউটার্ন বন্ধ ঘোষণা

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৭:২০
শনিবার সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনের ইউটার্নটি পরিদর্শন করেন।ছবি: বাসস

কুমিল্লা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নে শুক্রবার সিমেন্টবোঝাই লরির চাপায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় ইউটার্নটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শনিবার সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনের ইউটার্নটি পরিদর্শন করেন। 

এ সময় তারা সিদ্ধান্ত জানান। বলেন, সদর দক্ষিণ উপজেলার দয়াপুর ইউটার্ন থেকে সব ধরনের যানবাহন ঘুরে আসবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

স্থানীয়রা জানান, হোটেল নূরজাহান থেকে খাবার খেয়ে বিভিন্ন পরিবহনের চালকরা প্রায়শই উল্টো পথে এসে ইউটার্ন ব্যবহার করে যা দুর্ঘটনার অন্যতম কারণ। চলতি বছরের প্রথম আট মাসে ওই এলাকায় অন্তত ১৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে ২০ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।

সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আদনান বিন হাসান বলেন, পদুয়ার বাজারে ইউলুপ নির্মাণ কাজ চলমান রয়েছে। বর্তমানে কাজের ২৫ শতাংশ শেষ হয়েছে। ২০২৭ সালের মধ্যে কাজ শেষ হলে ঝুঁকিপূর্ণ ইউটার্ন ব্যবহার না করেই যানবাহন চলাচল সম্ভব হবে, যা দুর্ঘটনা কমাবে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান জানান, শুক্রবার দুপুরে লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারে চাপা দেয়। এতে একই পরিবারের চারজন নিহত হন। এ ঘটনায় নিহত ওমর আলীর ভাই আবুল কালাম সদর দক্ষিণ থানায় হানিফ পরিবহন ও লরির অজ্ঞাতচালকদের বিরুদ্ধে মামলা করেন। 

দুর্ঘটনায় নিহতরা হলেন, ওমর আলী, তার স্ত্রী নূরজাহান বেগম, বড় ছেলে আবুল হাসেম ও ছোট ছেলে আবুল কাশেম মামুন। মরদেহ শুক্রবার রাত ১১টায় বরুড়ার হোসেনপুর বেপারী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০