কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ১০ সেপ্টেম্বর

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৫:৩২
আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় কিশোরগঞ্জ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

কিশোরগঞ্জ, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : কিশোরগঞ্জ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল আগামী ১০ সেপ্টেম্বর শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

এ সম্মেলনকে সফল করার লক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সভা সঞ্চালনা করেন। সভায় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় জানানো হয়, জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৬ সেপ্টেম্বর। তবে ওইদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করে ১০ সেপ্টেম্বর ঠিক করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর জেলা বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে। এ কাউন্সিলের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হবে। তারা আশা প্রকাশ করেন, কাউন্সিলকে ঘিরে দলের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা একত্রিত হবেন এবং ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করবেন।

আরও বলেন, বিএনপির রাজনীতি আজ গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের রাজনীতি। কিশোরগঞ্জ জেলার কাউন্সিল হবে সেই লড়াইকে আরও শক্তিশালী করার মঞ্চ। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এ কাউন্সিল নতুন নেতৃত্ব তৈরি করবে এবং দলকে সুসংগঠিত করবে।

সভায় জেলা বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট 
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
১০