কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ১০ সেপ্টেম্বর

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৫:৩২
আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় কিশোরগঞ্জ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

কিশোরগঞ্জ, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : কিশোরগঞ্জ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল আগামী ১০ সেপ্টেম্বর শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

এ সম্মেলনকে সফল করার লক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সভা সঞ্চালনা করেন। সভায় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় জানানো হয়, জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৬ সেপ্টেম্বর। তবে ওইদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করে ১০ সেপ্টেম্বর ঠিক করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর জেলা বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে। এ কাউন্সিলের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হবে। তারা আশা প্রকাশ করেন, কাউন্সিলকে ঘিরে দলের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা একত্রিত হবেন এবং ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করবেন।

আরও বলেন, বিএনপির রাজনীতি আজ গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের রাজনীতি। কিশোরগঞ্জ জেলার কাউন্সিল হবে সেই লড়াইকে আরও শক্তিশালী করার মঞ্চ। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এ কাউন্সিল নতুন নেতৃত্ব তৈরি করবে এবং দলকে সুসংগঠিত করবে।

সভায় জেলা বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যশোরে শুরু হলো জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের রূপসা জোনের খেলা
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এফসিটিসি’র আর্টিকেল প্রতিপালনের আহ্বান
বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার 
আগামী ১ সেপ্টেম্বর থেকে ওএমএসের আওতায় ২৪ টাকা দরে আটা বিক্রি হবে
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় শাড়ি,ওষুধ জব্দ
রাজশাহীতে অপহৃত ব্যক্তি উদ্ধার, আটক ৮
সাবেক যুগ্ম সচিব ও আওয়ামী লীগ নেতা সিরাজুল কারাগারে
লিগ্যাল এইড-এ ৪ লাখ ৯৯ হাজার ৬৬৬ জনকে আইনি পরামর্শ সেবা
হিট প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
চার নতুন মুখ নিয়ে ওমানের দল ঘোষণা
১০