যশোরে অস্ত্রসহ দুইজন আটক

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৬:০৩
ছবি: বাসস

যশোর, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : যশোর সদর উপজেলায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার মধ্যরাতে চাঁচড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার ও তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শার্শা উপজেলার ভবেরবেড় গ্রামে মো. আবদুল আওয়ালের ছেলে মো. ফরহাদ হোসেন (৩২) ও আফজাল হোসেন বিশ্বাসের ছেলে সাকিব হোসেন (১৯)।

তথ্য নিশ্চিত করে যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। আটক দুইজনকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়ার বিএডিসি ভবনের পূর্বপাশে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে আটক করা হয়। কাভার্ড ভ্যানটি বেনাপোল থেকে ছেড়ে যশোর শহরের পালবাড়ি এলাকার দিকে যাচ্ছিল।

ওসি মঞ্জুরুল হক বলেন, কাভার্ড ভ্যানটির চালকের সিটের নীচে কসটেপ দিয়ে পিস্তল, ম্যাগজিন ও গুলি রাখা ছিল। আটকরা স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে তারা বেনাপোল থেকে অস্ত্র দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট 
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
১০