যশোরে অস্ত্রসহ দুইজন আটক

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৬:০৩
ছবি: বাসস

যশোর, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : যশোর সদর উপজেলায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার মধ্যরাতে চাঁচড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার ও তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শার্শা উপজেলার ভবেরবেড় গ্রামে মো. আবদুল আওয়ালের ছেলে মো. ফরহাদ হোসেন (৩২) ও আফজাল হোসেন বিশ্বাসের ছেলে সাকিব হোসেন (১৯)।

তথ্য নিশ্চিত করে যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। আটক দুইজনকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়ার বিএডিসি ভবনের পূর্বপাশে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে আটক করা হয়। কাভার্ড ভ্যানটি বেনাপোল থেকে ছেড়ে যশোর শহরের পালবাড়ি এলাকার দিকে যাচ্ছিল।

ওসি মঞ্জুরুল হক বলেন, কাভার্ড ভ্যানটির চালকের সিটের নীচে কসটেপ দিয়ে পিস্তল, ম্যাগজিন ও গুলি রাখা ছিল। আটকরা স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে তারা বেনাপোল থেকে অস্ত্র দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত, আহত ২০
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
উ.কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মারা গেছেন
নাসীরুদ্দীন ও জারার নেতৃত্বে এনসিপি’র নির্বাচন পরিচালনা কমিটি
মেক্সিকোতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১৩ 
কিশোরগঞ্জের চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুইটিতে হোল্ড
গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনায় ঝালকাঠিতে অর্ধবার্ষিক সমন্বয় সভা
জুনিয়র বৃত্তি পরীক্ষার বিষয়ে কেন্দ্র সচিবদের প্রতি জরুরি নির্দেশনা
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সফরের সময় আর্টিলারি রকেট নিক্ষেপ উত্তর কোরিয়ার : দক্ষিণ কোরিয়া
পটুয়াখালীতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ
১০