টাঙ্গাইল, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার বাসাইলে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অসুস্থ দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বাসাইল উপজেলা মডেল মসজিদ হল রুমে মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে লাবিব গ্রুপের পক্ষ থেকে ১০০ জন কৃতি শিক্ষার্থীদে মাঝে ক্রেস্ট প্রদান ও ১০ হাজার টাকা করে সম্মানী এবং অসুস্থ ১৩০ দরিদ্রদের মাঝে ১০ হাজার করে টাকা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ আকলিমা বেগম।
বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাবিব গ্রুপের ডেপুটি ডাইরেক্টর মাহমুদুল হাসান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মতিউর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রোপন প্রমুখ।
অনুষ্ঠান উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।